আসামির হাতুড়ির আঘাতে দুই পুলিশ আহত

কুষ্টিয়ার মিরপুরে হাতুড়ির আঘাতে এক উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল আহত হয়েছেন। শুক্রবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কনস্টেবল রুস্তম আলীকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্ত আশিক (২৫) বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহভাজন হিসেবে আমলাপাড়া এলাকা থেকে আশিককে আটক করেন আমলা পুলিশ ক্যাম্পের এসআই মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী। তারা মোটরসাইকেলে করে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে পালপাড়া বাজার এলাকায় আশিক চিৎকার করে গাড়ি থামাতে বলেন। মোটরসাইকেল থামানোর পর সে হঠাৎ কোমর থেকে হাতুড়ি বের করে এসআই মনিরুল ইসলামের মাথায় আঘাত করে, এতে তার হেলমেট ভেঙে যায়। এরপর পেছনে বসা কনস্টেবল রুস্তম আলীর মাথায় আঘাত করলে রক্তাক্ত হন তিনি।

স্থানীয়রা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কনস্টেবল রুস্তমকে হাসপাতালে পাঠান।

এ বিষয়ে ওসি মমিনুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এসএস

Share this news on: