আপসহীনতার এক অনন্য উদাহরণ বেগম জিয়া : হান্নান মাসউদ

আপসহীনতার এক অনন্য উদাহরণ আমাদের বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। শনিবার (৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা লেখেন তিনি।

স্ট্যাটাসে আব্দুল হান্নান মাসউদ লেখেন, ‘আপসহীনতার এক অনন্য উদাহরণ আমাদের বেগম জিয়া।’

তিনি লেখেন, ‘এই শিরদাঁড়া হার মানেনি, হার মানতে দেয়নি এ দেশকে, এ দেশের মানুষকে।

দল-মত-নির্বিশেষে সবারই ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকবে আপনার প্রতি। সহি-সালামতে ফিরে আসুন।’

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চার মাসের চিকিৎসা ও বিশ্রাম শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন। লন্ডনের চিকিৎসা ও পারিবারিক আবহে কাটানো এই সময়ের পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেই জানিয়েছেন দলের শীর্ষস্থানীয় নেতারা।

আরএম/এসএন



Share this news on: