চট্টগ্রামে খালে পাওয়া গেল হাত বাঁধা মরদেহ

চট্টগ্রামের দেওয়ান বাজার এলাকার একটি খাল থেকে হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ মে) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। মরদেহটি পানিতে ভেসে দেওয়ান বাজার এলাকায় আসে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল আফ্রাদ বলেন, নিহত ব্যক্তির দুই হাত গামছা দিয়ে বাঁধা ছিল। হাতে পলিথিনও দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে হত্যা করে খালে ফেলে দেওয়া হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরএ/এসএন

Share this news on: