পঞ্চগড়ে সেচ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল কৃষকের

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বোরো ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আব্দুল গণি (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের নারায়নগছ এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ি পাশে বোরো ধান ক্ষেতে পানি সেচ দিতে বের হন কৃষক আব্দুল গণি৷ দুপুরেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে তারা দেখতে পান সেচ পাম্পের কাছে বিদ্যুতায়িত হয়ে মরে পড়ে আছেন গণি। ধারণা করা হচ্ছে, সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন তিনি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ