কাতারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের সাক্ষাৎ

কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার সেনাপ্রধানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল কাতারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন।

এ সময় কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাইসহ দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সরকারি সফরে শনিবার কাতারের উদ্দেশে রওনা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন।

আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ