তেল উৎপাদনকারী দেশগুলোর জোটভুক্ত (ওপেক) দেশগুলো তেল উত্তোলন বাড়ানোয় বৈশ্বিক অপরিশোধিত তেলের বাজারে পতন দেখা গেছে। সোমবার (৫ মে) সকালে দাম কমেছে ৪ শতাংশ পর্যন্ত। খাত সংশ্লিষ্টদের উদ্বেগ, এতে বৈশ্বিক চাহিদার বিপরীতে জোগান উদ্বৃত্ত থাকবে।
ওপেকভুক্ত দেশগুলো উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয়ায় সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৪ শতাংশ পর্যন্ত পড়ে গেছে। ট্রেডিং ইকোনমিকসের তথ্য বলছে, এদিন সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৭১ শতাংশ কমে ৫৯ ডলারে নেমে গেছে।
আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৪ শতাংশ কমে নেমেছে ৫৫ ডলার ৯৪ সেন্টে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়া, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাসের পূর্বাভাসের পাশাপাশি কমছে আন্তর্জাতিক জ্বালানি তেলের প্রতিষ্ঠানগুলোর মুনাফাও। তবুও আগামী জুন থেকে দৈনিক ৪ লাখ ১১ হাজার ব্যারেল তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশগুলো। খাত সংশ্লিষ্টদের উদ্বেগ, এতে বৈশ্বিক চাহিদার বিপরীতে জোগান উদ্বৃত্ত থাকবে।
মূলত ওপেক প্লাসের অঘোষিত নেতা সৌদি আরব স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, তারা আর একা তেলের উৎপাদন সীমিত রাখতে রাজি নয়, বিশেষ করে যখন কাজাখস্তান ও ইরাকের মতো সদস্যরা নির্ধারিত উৎপাদন সীমা মানছে না।
এসএন