পেট্রাপোলে শুল্ক দপ্তরের সার্ভার বিকল, ভারতের সঙ্গে রপ্তানি বন্ধ

ভারতের শুল্ক দপ্তরের সার্ভার বিকল হয়ে পড়ায় পেট্রাপোল স্থলবন্দরে গত সাত দিন ধরে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ। ইন্টারনেট সংযোগ না থাকায় বাংলাদেশে পণ্য আমদানি-রপ্তানি কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এই সংকটের দ্রুত সমাধানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের হস্তক্ষেপ চেয়ে ই-মেইল পাঠিয়েছে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

শুল্ক দপ্তরের সূত্রে জানা গেছে, ২৮ এপ্রিল থেকে দপ্তরের নির্দিষ্ট সার্ভার বিকল হয়ে পড়ে।

ফলে বন্দরসংলগ্ন শুল্ক দপ্তরের যাবতীয় ইন্টারনেটনির্ভর কাজ বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত সেই সংযোগ ফেরানো সম্ভব হয়নি। কী কারণে এই সমস্যা, তা-ও স্পষ্ট নয় বলে জানানো হয়েছে। বর্তমানে শুধু পচনশীল পণ্যের ক্ষেত্রেই সীমিতভাবে রপ্তানি চালানো হচ্ছে, তা-ও বিকল্প পদ্ধতিতে ট্যাব ব্যবহার করে।

তবে অন্যান্য পণ্য রপ্তানি কার্যত স্তব্ধ।

অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘সার্ভার কেন নষ্ট হয়েছে, তার কোনো স্পষ্ট উত্তর দিচ্ছে না কর্তৃপক্ষ। এই সমস্যা চলতে থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

বন্দর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ট্রাক দাঁড়িয়ে থাকলে পণ্যের মান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি ব্যবসায়ীদের ডিটেনশন চার্জ দিতে হয়। বাংলাদেশে ঠিক সময়ে পণ্য না পৌঁছলে আর্থিক লেনদেনেও সমস্যা দেখা দেয়। প্রতিদিনের বাণিজ্যিক লেনদেন বন্ধ থাকার কারণে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন আমদানি-রপ্তানিকারকরা।

আরএম/এসএন 



Share this news on:

সর্বশেষ

img
খাদ্য সম্পর্কিত জাতীয় নীতি বাস্তবায়ন জরুরি : বাণিজ্য উপদেষ্টা May 05, 2025
img
কুয়েটে শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের বিচারের দাবিতে আল্টিমেটাম May 05, 2025
img
কেসিসি নির্বাচন: ফল বাতিল ও বিএনপির প্রার্থী মঞ্জুরের মামলার শুনানি ২৬ মে May 05, 2025
যারা হাসিনাকে নারী বলে তারাই নারীদের অপমান করেছে' May 05, 2025
img
হামাসের হাতে প্রাণ হারালো ৮ শতাধিক ইসরাইলি সেনা! May 05, 2025
img
অর্থের বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নে নাগরিকত্বের সুযোগ শেষ May 05, 2025
img
অভিযান চালিয়ে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় করল রাজউক May 05, 2025
বছরের ব্যবধানে বেইলি রোডে অগ্নিকান্ডের কারণ কি? May 05, 2025
উত্তেজনার মধ্যে পাকিস্তানে একের পর এক পরীক্ষা! May 05, 2025
img
রাশিয়ার কাছ থেকে ইগলা-এস ক্ষেপণাস্ত্র কিনল ভারত May 05, 2025