মানহীন প্রতিষ্ঠান বন্ধের সুপারিশ

ডব্লিউএফএমইর মানদণ্ড অনুযায়ী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো নিয়মিত মূল্যায়নের আওতায় এনে প্রতিষ্ঠান পুনর্গঠন, আসন সংখ্যা পুনর্বিন্যাস এবং মানহীন প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠানে স্থানান্তরের ব্যবস্থার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন।

সোমবার (৫ মে) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত কমিশন প্রতিবেদন পেশ করেছে। কমিশনের প্রতিবেদনে এমন সুপারিশ করা হয়।

সুপারিশে বলা হয়, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ‘কম্পিটেন্সি বেজড ও কমিউনিটি ওরিয়েন্টাল মেডিকেল এডুকেশন’ চালু করতে হবে। শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে পাঁচ দিনের একাডেমিক সপ্তাহ চালু করতে হবে।

এফসিপিএস ও এমডি/এমএস কোর্সে পাঠ্যক্রম এনে দেশবিদেশে স্বীকৃতি নিশ্চিত করতে হবে।

আরএম/এসএন 




Share this news on: