হিন্দি সিরিজের শুটিংয়ে গেল কয়েক মাস ধরে ভারতের মুম্বাইতে অবস্থান করছেন আরিফিন শুভ। এরমধ্যে আরো নতুন কিছু কাজ নিয়েও চলছে তার আলোচনা। এরমধ্যেই ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়কের কাছে প্রস্তাব এসেছিল রাহুল মুখোপাধ্যায়ের ‘মন মানে না’ সিনেমার।
সিনেমাটি দিয়ে টলিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেতা শাশ্বত চ্যাটার্জির মেয়ে হিয়া চ্যাটার্জির।
এতে হিয়ার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবার কথা ছিল আরিফিন শুভর। কিন্তু শিডিউলজনিত কারণে সেটি আর সম্ভব হয়নি। পরে ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে নির্মিতব্য এ সিনেমাটিতে হিয়ার সঙ্গে দেখা যাবে ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায়কে।
এই বিষয়ে আরিফিন শুভর ভাষ্য, হ্যাঁ, শিডিউলজনিত কারণে সেটা করা সম্ভব হচ্ছে না।
‘নীলচক্র’র সঙ্গে ডেটের সমস্যা হলো। রাহুলের ছবির কাজটা যখন হবে, ওই সময়টা আমাকে বাংলাদেশে থাকতেই হবে।
এদিকে আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আরিফিন শুভর ‘নীলচক্র’ সিনেমা। এরপর মুক্তির তালিকায় রয়েছে অভিনেতার ‘নূর’, ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমা এবং ‘লহু’ ওয়েব সিরিজ।
আরআর/এসএন