শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ঘরে খুশির আমেজ। ১ বছর ৬ মাস বয়সেই স্কুলজীবনের সূচনা করল তার মেয়ে ইয়ালিনি। সোমবার মেয়েকে নিয়ে প্রথম স্কুলে পা রাখলেন এই টলিউড তারকা। সামাজিক মাধ্যমে শেয়ার করলেন সেই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও।
মে মাসের শুরুতেই চক্রবর্তী পরিবারে ব্যস্ততা তুঙ্গে। কারণ, ইয়ালিনির ‘প্রি-স্কুল’ এ প্রথম দিন। তবে স্কুলের প্রথম দিন মানেই কান্না, অস্বস্তি—এই ধারণা যেন উল্টে দিল রাজ-শুভশ্রীর কন্যা। ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে হাত নাড়ল ইয়ালিনি। মায়ের কোল থেকে নেমে ভাই ইউভানকে সঙ্গে নিয়ে পা রাখল স্কুলে।
পরনে সাদা ফ্রক, মাথায় সাদা ফিতে বাঁধা ছোট্ট পনিটেল, কাঁধে সবুজ ব্যাগ—একেবারে প্রস্তুত ছোট্ট ইয়ালিনি। আর মায়ের পরনে ছিল সাদা টি-শার্ট ও কালো ট্রাউজার। দু’জনেই চোখে রোদচশমা—দুই প্রজন্মে স্টাইলের মেলবন্ধন।
শুভশ্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেয়ের ছবি ও ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, মা-মেয়ে একসঙ্গে ছবি আঁকছে, রঙ করছে, আর ক্যামেরার সামনে খোশ মেজাজে সময় কাটাচ্ছে। অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরাও।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন শুভশ্রী ও রাজ। সঙ্গে ছিলেন ছেলে ইউভান, তবে ছোট্ট ইয়ালিনিকে নিয়ে যাননি। দেশে ফিরে মেয়ের সঙ্গে সময় কাটাতেই যেন মনোযোগী হয়েছেন শুভশ্রী।
মেয়েকে নিয়ে আবেগঘন এই নতুন যাত্রার শুরু স্মরণীয় করে রাখলেন এই তারকা দম্পতি।