গরু খড় খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
মোজো ডেস্ক 06:43PM, May 05, 2025
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গরু ধানের খড় খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর টেটাবিদ্ধ অন্তত ১৫ জনকে সিলেট ও ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৫ মে) দুপুরে উত্তর সাঙ্গর গ্রামে। স্থানীয়রা জানান, সকালে আইয়ুব আলীর গরু হামিদা বেগমের খড় খাওয়াকে কেন্দ্র করে প্রথমে নারীদের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা পরে দুই ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
দেশীয় অস্ত্রে সজ্জিত দুইপক্ষের সংঘর্ষে নারী-পুরুষ মিলিয়ে অর্ধশতাধিক আহত হন।
বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।