শত্রুর মোকাবিলায় প্রস্তুত পাকিস্তানি সেনাবাহিনী : শেহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারতের যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। একইসঙ্গে পুরো জাতি সেনাবাহিনীর পাশে ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, “আমাদের সাহসী সেনাবাহিনী সবসময় শত্রুর মোকাবিলায় তৈরি। পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা চায়, তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় শক্তভাবে জবাব দেওয়ার ক্ষমতা রাখে।”

তিনি জানান, পেহেলগাম হামলা নিয়ে পাকিস্তান উদ্বেগ প্রকাশ করেছে এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ভারতের ঘটনাটিকে কেন্দ্র করে নেওয়া আক্রমণাত্মক পদক্ষেপগুলোকে “দুঃখজনক” বলেও অভিহিত করেন শেহবাজ। এছাড়া হামলার ঘটনার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতের “অবৈধ প্রচেষ্টা” দৃঢ়ভাবে প্রত্যাখ্যানও করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ।

তিনি আরও বলেন, ভারতের একতরফা ও অবৈধভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করাকে “পানি-আগ্রাসন” হিসেবে দেখা হচ্ছে, যা পাকিস্তানের জন্য “রেড লাইন”। তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তান কোনও অবস্থাতেই এই পদক্ষেপ মেনে নেবে না।

শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে যাতে ভারতের আগ্রাসন বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায়। তিনি জানান, তিনি ইতোমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন এবং পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেছেন।

প্রধানমন্ত্রী আরও জানান, পাকিস্তান এই বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও তুলবে, যাতে ভারতের “সত্যিকারের চেহারা” এবং “ষড়যন্ত্র” বিশ্বের সামনে উন্মোচিত হয়।

বৈঠকে পিপিপি প্রতিনিধি দলও জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে পুরোপুরি একাত্মতার বার্তা দেয়। দলটি পাকিস্তানের সাহসী সেনাবাহিনীর প্রতি সম্পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের যুদ্ধোন্মত্ত মনোভাব তুলে ধরতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত May 06, 2025
img
রেখা কিংবা জয়া নন, কার জন্য এক ট্রাক গোলাপ পাঠিয়েছিলেন অমিতাভ বচ্চন? May 06, 2025
img
ছয় ঘণ্টার অস্ত্রোপচারের পর ‘আইসিইউতে’ পবনদীপ May 06, 2025
img
হাসনাত আব্দুল্লাহর মৃত্যুর খবর সত্য নয় May 06, 2025
ঢালিউডের ছয় যুগে দুই যুগের রাজা শাকিব খান May 06, 2025
img
হামলার খবর জেনেই কাশ্মীর যাননি মোদী, দাবি বিরোধী নেতার May 06, 2025
img
ঢাকায় গ্রেফতার বাগেরহাটের সাবেক এমপি মিলন May 06, 2025
img
নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ আইন সংশোধনের অনুমোদন May 06, 2025
সৌদি তেল প্রকল্পে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার শক্তি May 06, 2025
img
‘দাদাসাহেব ফালকে’ অ্যাওয়ার্ড পেলেন রুক্মিণী, উচ্ছ্বসিত দেব May 06, 2025