দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সড়ক পথে গুলশানের ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় রাজপথের দুই পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন বিএনপি চেয়ারপারসন।
সরেজমিনে দেখা যায়, সড়কের দুই পাশে কেউ হাতে ফুল, কেউ ব্যানার-প্ল্যাকার্ড, কেউ-বা খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে আছেন।
‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘খালেদা, জিয়া’, ‘তারেক, রহমান’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান তারা।
স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা রয়েছে। বিএনপির নেতারা বলছেন, খালেদা জিয়াকে স্বাগত জানাতে যেভাবে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছেন, তা দলের প্রতি তাদের আস্থার প্রমাণ।
এদিকে খালেদা জিয়ার আগমন ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সড়কে যাতে যানজট বা বিশৃঙ্খলা না হয়, সে জন্য পুরো পথে বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে তার বাসভবন ‘ফিরোজা’ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফিরোজার নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনীসহ বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ফিরোজার সামনের সড়কটি গাড়ি চলাচলে আটকে দেওয়া হয়েছে। শুধু হেঁটে চলাচল করতে একটু শিথিল রাখা হয়েছে। কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিন সকাল থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়ক থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত জড়ো হন বিপুলসংখ্যক নেতাকর্মী। তারা জড়ো হয়ে খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত ও ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদল ও যুবদলসহ বিএনপির নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। তারা পিকআপ কিংবা বাসে করে গান বাজাতে-বাজাতে দলের পতাকা, দেশের পতাকা উপস্থিত হয়েছেন নেত্রীকে স্বাগত জানাতে। কেউ-কেউ মাথায় দলের পতাকা লাগিয়ে এসেছেন। খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম, ‘খালেদা, জিয়া, ‘তারেক, রহমান, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।
আরআর/এসএন