পায়ে হেঁটে ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

বেশ কয়েক বার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কয়েক বার ‍মৃত্যুর গুজবও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফ্যাসিস্ট শেখ হাসিনার রোষানলে পড়ে কারাগারে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর প্রাক্কালে নির্বাহী আদেশে মুক্তি মিললেও ছিলেন নানা বিধি-নিষেধের মধ্যে বাসার চারদেয়ালে বন্দি।

তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটলে মুক্তি মেলে খালেদা জিয়ার। মামলা থেকে খালাস পাওয়ায় পথ খুলে বিদেশে যাওয়ার। নানা জল্পনা-কল্পনার পর গত জানুয়ারির শুরুর দিকে তিনি লন্ডনে যান উন্নত চিকিৎসার জন্য। সেখানে ছেলে তারেক রহমানের তত্ত্বাবধানে চার চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে আজ ফিরলেন দেশে।

হুইল চেয়ার নিয়ে চলাচল করা বিএনপি চেয়ারপারসন সবাইকে অনেকটা বিস্মিত করে দিয়ে গুলশানে নিজ বাসায় ফিরোজায় ঢোকার সময় গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে প্রবেশ করেন। এ সময় দুই পাশে দুই পুত্রবধূ তাঁকে ধরে রাখেন। এই দৃশ্যটি অনেক দিন পর দেখল দেশবাসী। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার দিনও খালেদা জিয়া পায়ে হেঁটেই গিয়েছিলেন। তবে ২০২০ সালের মার্চে যখন বের হন তখন হুইল চেয়ারে বের হয়েছিলেন। এরপর থেকে তার অবস্থার শুধু অবনতিই হয়েছে।

খালেদা জিয়ার এই সুস্থতা থেকে বিএনপির নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত হন। খালেদা জিয়া যে এখন অনেকটাই সুস্থ সেই বার্তাই পেলেন তারা।

টানা ১৫ বছর ক্ষমতা ধরে রাখা আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর এখন বিপর্যস্ত। দলটির অবস্থা এখন খুবই করুণ। উল্টো প্রায় ১৭ বছর ধরে জুলুম-নিপীড়নের মুখে পড়ে এলোমেলো বিএনপি এখন অনেকটাই সুসংহত। আগামী নির্বাচনে দলটির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল। এই অবস্থায় একটি প্রশ্ন বড় হয়ে সামনে আসছে- বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন কে? খালেদা জিয়া নাকি তারেক রহমান। যদিও এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে এখনই কিছু স্পষ্ট করা হয়নি, তবু সবকিছু নির্ভর করছে খালেদা জিয়ার সুস্থতা এবং সক্ষমতার ওপর।

শুধু বিএনপিতেই নয়, দেশবাসীর কাছেও খালেদা জিয়া এখন সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাঁর ব্যক্তিত্ব, আপসহীনতা এবং দূরদর্শী নেতৃত্ব বরাবরই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নতুন করে অনেকটা সুস্থ হয়ে দেশে ফেরায় খালেদা জিয়াকে নিয়ে শুধু দলের নেতাকর্মীরাই উচ্ছ্বসিত না, সাধারণ মানুষের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তারা চান, সাবেক তিনবারের এই প্রধানমন্ত্রী আবার দেশের হাল ধরুন, সার্বভৌমত্ব ও মর্যাদায় দেশকে আরও উচ্চতায় নিয়ে যান।

এদিকে প্রায় চার মাস পর প্রিয় নেত্রীকে অনেকটা সুস্থ অবস্থায় কাছে পেয়ে আনন্দের শেষ নেই বিএনপির নেতাকর্মীদের। লাখ লাখ নেতাকর্মী নেমে আসেন রাস্তায়। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত ঢল নামে মানুষের। ফলে বিমানবন্দর থেকে বাসায় ফিরতে তাঁর দুই ঘণ্টার বেশি সময় লেগে যায়।

উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই আবার লন্ডন থেকে দেশে ফিরলেন তিনি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় শুরু করছে তিন মেগা প্রজেক্ট Jul 06, 2025
img
জার্মানিতে প্রতি ২৫ জনে ১ জন শরণার্থী, আশ্রয়নীতিতে কঠোর হচ্ছে সরকার Jul 06, 2025
img
মাত্র ১৫ বছর বয়সে এমএলএসে খেললেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান Jul 06, 2025
img
বরগুনায় ২৪ ঘন্টায় ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড Jul 06, 2025
img
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে পর্যবেক্ষণে আছেন শান্ত Jul 06, 2025
ভারতীয় মিডিয়ার অর্থের উৎস নিয়ে প্রশ্ন প্রেস সচিবের Jul 06, 2025
img
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা যুবক Jul 06, 2025
দুদকের চিঠিতে ১ বছরেও সাড়া মেলেনি বেনজিরের Jul 06, 2025
মনের সব আশা পূরণে আশুরার দিনে হোসনি দালানে জনতার ভীড়! Jul 06, 2025
আমরা ভালো ক্রিকেট খেলেছি, বিসিবি সভাপতি ফোন করে অভিনন্দন জানিয়েছে; মিরাজ Jul 06, 2025
img
একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল Jul 06, 2025
img
থ্রেডস অ্যাপে মেসেজিং সুবিধা আনলো মেটা Jul 06, 2025
img
মুসিয়ালার ইনজুরিতে শোকাহত বায়ার্ন শিবির, কোচের ক্ষোভ Jul 06, 2025
img
বিভিন্ন পণ্য রপ্তানি ও নতুন এক্সপোর্ট টার্মিনাল নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে : কৃষি উপদেষ্টা Jul 06, 2025
img
বাসায় ফিরলেন সেই 'নিখোঁজ' ব্যাংক কর্মকর্তা, ব্যক্তিগত কারণে গিয়েছিলেন কুয়াকাটায় Jul 06, 2025
img
ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহের পাশাপাশি হতাশাও রয়েছে: মির্জা ফখরুল Jul 06, 2025
img
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নির্দেশক: আসিফ মাহমুদ Jul 06, 2025
img
মস্কোর দিকে আসা চারটি ড্রোন ভূপাতিত, বিমান চলাচল স্থগিত Jul 06, 2025
img
মালয়েশিয়া থেকে যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তারা কোনো জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Jul 06, 2025
img
হজযাত্রা শেষে দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি Jul 06, 2025