আমাদের প্রয়োজন অংশীদার, উপদেশদাতা নয় : জয়শঙ্কর

ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

রোববার ‘আর্কটিক সার্কেল ইন্ডিয়া ফোরাম’ আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন, “আমরা বিশ্বে সহযোগী খুঁজি, উপদেশদাতা নয়। বিশেষ করে যারা নিজেরা যা করে না, তা অন্যদের উপদেশ দেয় তাদের তো নয়ই।”

গত ২২ এপ্রিল, মঙ্গলবার বিকেলে কাশ্মিরের পেহেলগাঁও জেলার বৈসরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর হামলা চালায় কাশ্মিরভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার উপশাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে চালানো এই হামলায় অন্তত ২৬ জন পুরুষ পর্যটক নিহত হন, আহত হন আরও অনেকে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি ছিল কাশ্মিরে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত কড়া প্রতিক্রিয়া জানায়। দেশটি সিন্ধু নদ-সংক্রান্ত পানিবণ্টন চুক্তি স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের জন্য স্থল ও আকাশসীমা বন্ধসহ একাধিক পদক্ষেপ নেয়।

এই হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে গত এক সপ্তাহ ধরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

বক্তব্যে জয়শঙ্কর ইউরোপীয় দেশগুলোর দুর্বলতা নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, কৌশলগত স্বায়ত্তশাসন ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্ব পাওয়া কঠিন। কিন্তু ইউরোপের জন্য তা কঠিন, কারণ তারা নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র, জ্বালানির জন্য রাশিয়া ও বাণিজ্যের জন্য চীনের ওপর নির্ভরশীল। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের নির্ভরশীলতা বিশ্ব রাজনীতিতে ঝুঁকিপূর্ণ, কারণ পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
স্টেজ শোতে ফিরছেন কুমার বিশ্বজিৎ May 06, 2025
img
১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছে ছেলে, আবেগে কাঁদলেন ক্লিনার বাবা May 06, 2025
img
চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা May 06, 2025
শুটিং ছেড়ে খেলায় মৌসুমী হামিদ, কি বললেন সাকিবকে নিয়ে? May 06, 2025
img
নির্বাচনের সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : ইইউ রাষ্ট্রদূত May 06, 2025
img
পর্তুগালের দলে ডাক পেলেন রোনালদোর ছেলে May 06, 2025
img
তরুণদের রাজনীতিতে আরো বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার May 06, 2025
ইমরান খানের নামে অপপ্রচার: ডনের লোগো ব্যবহার করে ভুয়া খবর May 06, 2025
img
রাজনৈতিক দলগুলোর মতানৈক্য সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলছে May 06, 2025
লড়াইয়ের ফলাফল: বেতন বাড়িয়ে সম্মান ফিরে পেলেন নারী ফুটবলাররা May 06, 2025