সানি লিওনের নামে ভক্তের ট্যাটু, অভিনেত্রীর আবেগঘন প্রতিক্রিয়া

বলিউড অভিনেত্রী সানি লিওন এই মুহূর্তে সময় পার করছেন দারুণ ব্যস্ততায়। সিনেমা, ওয়েব সিরিজ ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাঝে তার যেন বিশ্রামের সুযোগই নেই। কিছুদিন আগেই তিনি বাংলাদেশ সফর করে গেছেন, যেখানে অংশ নিয়েছিলেন একটি বিয়ের আয়োজনে।

দেশে ফেরার পরপরই তিনি যুক্ত হন নতুন একটি তেলেগু সিনেমার শুটিংয়ে। সিনেমাটির নাম ‘রেণুকাস ওয়েডিং’। এই শ্যুটিং সেটেই ঘটে যায় একটি বিশেষ মুহূর্ত—এক ভক্ত তাকে চমকে দেন হাতে সানির নামে ট্যাটু করে। এই মুহূর্তটি ভিডিও করে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন সানি। ভিডিওতে দেখা যায়, সানি নিজে সেই ভক্তকে কাছে ডেকে ধন্যবাদ জানাচ্ছেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘আশা করি তুমি আজীবন আমাকে ভালোবাসবে। কারণ এ ছাড়া তোমার আর কোনো উপায় নেই। একটি ভালো স্ত্রী খুঁজে পাও, শুভকামনা রইল।’ মাত্র সাত ঘণ্টায় ভিডিওটি ৫০ লাখের বেশি ভিউ ছাড়িয়ে যায়, যা প্রমাণ করে তার প্রতি অনুরাগীদের উচ্ছ্বাস কতটা গভীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সানি বলেন, ‘ভক্তরা আমাকে যেভাবে মেনে নিয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। যারা শুরু থেকেই সঙ্গে আছেন, তারা পুরো যাত্রাপথেই পাশে থাকেন।’ তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও পরিপক্ব অভিনেত্রী হিসেবে গড়ে তুলছেন, এবং দর্শকরাও ধীরে ধীরে সেই পরিবর্তনকে গ্রহণ করছেন।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, বর্তমানে সানি ব্যস্ত রয়েছেন মালায়লাম সিনেমা ‘রঙ্গিলা’–এর শ্যুটিংয়ে। এ ছবির মাধ্যমে মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে তার।


এসএস/টিএ

Share this news on: