ছোটবেলায় স্পষ্ট উচ্চারণ করে কথা বলতে পারতেন না বলিউড অভিনেতা হৃতিক রোশান রোশান। অনেক বড় বয়স পর্যন্ত এই সমস্যা নিয়ে ভুগতে হয়েছে তাকে। অনেক সাক্ষাৎকারেই নিজের এই অসুবিধার কথা বলেছেন নায়ক। সেই সমস্যা কাটিয়ে তিনি এখন বড় পর্দার সফল অভিনেতা।
তবে এই যাত্রাপথ খুব একটা মসৃণ ছিল না। নিজের কথা স্পষ্ট করার জন্য চিকিৎসাও করাতে হয়েছিল অভিনেতাকে। ছোটবেলায় বন্ধুদের কাছে মজার পাত্রও হতে হয়েছে। স্কুলে সকলের সামনে তোতলা বলে তাকে অনেকে অপমানও করত।
এই সব কিছু সহ্য করে বড় হয়ে ওঠেন। নিজের মুখে তার এই খারাপ সময়ের কথা না বললেও সম্প্রতি নায়কের দিদি সুনয়না রোশান সেই ভয়াবহ দিনগুলোর কথাই বললেন এক সাক্ষাৎকারে। সুনয়না আর হৃতিক রোশান দু’জনের স্বভাব একেবারে আলাদা। নায়ক খুবই অন্তর্মুখী একজন মানুষ। আর সুনয়না বহির্মুখী।
তিনি বলেন, ‘খুব কম বয়সেই আমার বিয়ে হয়ে যায়। তাই হৃতিক রোশানের সঙ্গে যে খুব কথা হত তেমনটা নয়। আসলে ও তো খুব চুপচাপ। তাই সব কথা যে আমার সঙ্গে ভাগ করে নিত তেমনটা নয়।’
সুনয়নার কথায়, ‘নিজের উচ্চারণ স্পষ্ট করার জন্য হৃতিক রোশান অনেক পরিশ্রম করেছে। রাত ৪ টায় ঘুম থেকে উঠত, স্পিচ ক্লাস করত। তারপর দিন শুরু করত।’ নিজের অধ্যবসায়ের কারণে এখন এই জায়গায় তিনি, সে কথা একবাক্যে স্বীকার করে নেন সুনয়না।
এমআর/টিএ