নিজের বিরুদ্ধে করা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা শামীম

তরুণ প্রজন্মের পছন্দের অভিনেতা শামীম হাসান সরকার। সাধারণত শোবিজের কাজ নিয়েই শিরোনামে থাকেন তিনি। কিন্তু এবার পড়েছেন বিতর্কের মুখে। একটি নাটকের শুটিং সেটে নাকি একজন সহকর্মীকে যৌন হেনস্তা করেছেন, এমনই অভিযোগ উঠেছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন অভিনেতা শামীম হাসান সরকার।

মঙ্গলবার (৬ মে) রাত ৯টার দিকে শুটিং সেট থেকেই নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন অভিনেতা শামীম। তার ভাষ্যমতে―সহশিল্পীকে কোনো যৌন হেনস্তা করেননি তিনি। এমনকি সেটে কোনো ধরনের মাদকও সেবন করেননি।

এ অভিনেতা বলেন, গতকাল সেটে যা হয়েছে তা প্রত্যাশা ছিল না। হয়তো আমার ভাগ্যে ছিল। চাকরি জীবনে সিনিয়ররা জুনিয়দের একটু গালি দেয়। বিষয়টি স্বাভাবিক, যা আমরা সবাই জানি। আর ঘটনাটা এমনই।

শামীম হাসান সরকার বলেন, আমরা তো শুটিং করতে এসেছি। পরিচালকের কাজে যাই, টাকা পাই। এভাবেই জীবিকা নির্বাহ হয় আমাদের। এখানে তো আসলে টিকটক-রিলস করা...। প্রেশার আছে আমাদের। আমি দশ-পনেরোটা সিন করি, আমিও ক্যারেকটার আর্টিস্ট ছিলাম। ক্যারেকটার আর্টিস্ট চার-পাঁচটা করে। তখন দুইটা সিন করে বসে থাকতাম। সব অ্যাঙ্গেলই জানা আছে আমার।

তিনি বলেন, সেটে আপনি রিলস-টিকটক করতেই পারেন। সেটি আপনার ব্যাপার। আবার ধূমপানও করতে পারে, সেটিও তার ব্যাপার। এখন আপনি ধূমপান করেন সেটে, টিকটক-রিলসও করেন, আমিও ধূমপান করি। এখন আপনি কয়েকবার শুটিংয়ে সট দিলেন, পরিচালক বললেন যে, ‘আপনার মন নেই। আপনি আগে ব্রিফ শুনেন, তারপর অভিনয় করেন।’

এর কয়েক মিনিট পর আমার পালা। তখন আমি রাগ করলাম। বিষয়টি এমন নয় একবার ভুল করেছে তাই রাগ করা। অনেকবার হওয়ার পরে তাকে বলি, তোমার কি কাজে মন নেই? মনটা কোথায় তোমার? কাজ করতে আসছো, নাকি টিকটক-রিলস করতে আসছো? নাকি আমাদের সঙ্গে নাটক করতে এসেছো। আমারও তো বাসায় যেতে হবে। ওইটা আমার সপ্তম বা অষ্টম সিন ছিল মনে হয়।

এ অভিনেতা বলেন, আমি কোনো নেশাদ্রব্য খাই না। অতীত তো অতীতই। কিন্তু বিয়ের পর কোনো শুটিং সেটে আমি আসলে এসবের সঙ্গে জড়িত না। সেটা সেটের সবাই জানে। আমি সেটে কোনো গাঁজা সেবন করিনি, তাকে যৌন হেনস্তাও করিনি। তবে তাকে গালি দিয়েছিলাম।

প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগ তুলেন। বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করে। এ অবস্থায় এদিন বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন এ অভিনেতা।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নারীর পাশে দাঁড়াতে হবে : উপদেষ্টা May 07, 2025
img
ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা রোধে আহছানিয়া মিশনের ৯ পরামর্শ May 07, 2025
দেশে ফিরেই অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান May 07, 2025
img
ইতিহাস গড়েও সেমিফাইনাল শেষে বার্সার স্বপ্নভঙ্গ May 07, 2025
img
ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে পাকিস্তানের হামলা May 07, 2025
img
ভারত-পাকিস্তান সীমান্তে চলছে ব্যাপক গোলাগুলি-গোলাবর্ষণ May 07, 2025
img
পাকিস্তানে ভারতের হামলার প্রতিক্রিয়ায় যে মন্তব্য করলেন ট্রাম্প May 07, 2025
img
ভারতের দুই যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করল পাকিস্তান May 07, 2025
img
ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান May 07, 2025
img
পাকিস্তানে ভারতের হামলা, মাঝপথে ফিরে গেল বাংলাদেশগামী দুইটি প্লেন May 07, 2025