জিআই পণ্যের স্বীকৃতি পেল নওগাঁর নাক ফজলি আম

 ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে নওগাঁর বদলগাছীর বিখ্যাত ‘নাক ফজলি আম’। এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে এই আমের পরিচিতি ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হলো।

মঙ্গলবার বিকেলে বদলগাছী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বদলগাছীর নাক ফজলি আম চাষী সমবায় সমিতির সভাপতি অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেনের হাতে জিআই সনদ তুলে দেন।

সাবাব ফারহান বলেন, “নাক ফজলি আম শুধু স্বাদে নয়, এটি বদলগাছী অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি।”

২০১৭ সালের ফেব্রুয়ারিতে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে জিআই স্বীকৃতির জন্য আবেদন করা হয়। চূড়ান্ত অনুমোদনের আগে নিয়ম অনুযায়ী ২ মাসের মধ্যে কেউ আপত্তি না করায়, এবার ‘নাক ফজলি আম’ আনুষ্ঠানিকভাবে জিআই স্বীকৃতি পেল।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর নওগাঁ জেলার ১১টি উপজেলায় ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এ থেকে প্রায় ৪ লাখ টনের বেশি আম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


এসএস/টিএ

Share this news on: