পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ভারত!

পহেলগামে হামলার জেরে দুই সপ্তাহের বেশি পাল্টাপাল্টি পদক্ষেপের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তান ভূখণ্ডের অন্তত তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা হয়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বরাত দিয়ে জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, কোটলি, বাহওয়ালপুর এবং মুজাফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।

স্থানীয় সময় রাত ১টার দিকে সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে, শত্রু ভারত বাহওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকার সুবহানুল্লাহ মসজিদ, কোটলি এবং মুজাফফরাবাদে আকাশপথ থেকে তিনটি স্থানে বিমান হামলা চালিয়েছে।

ভারত নিজেদের আকাশ থেকে হামলা করে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বিমান বাহিনীর সমস্ত বিমানই আকাশপথে উড়ছে। এই কাপুরুষোচিত এবং লজ্জাজনক হামলাটি ভারতের আকাশসীমার ভেতর থেকে করা হয়েছে। তাদেরকে পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করতে দেয়া হয়নি।’

বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।


পাকিস্তানে হামলার তথ্য নিশ্চিত করেছে ভারতের সশস্ত্র বাহিনীও। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’-এর অংশ হিসেবে পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালানো হয়েছে।

আরএ

Share this news on: