পাকিস্তানে ভারতের হামলার প্রতিক্রিয়ায় যে মন্তব্য করলেন ট্রাম্প

পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পাকিস্তানে চালানো ভারতীয় হামলা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

জবাবে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনলাম।’

মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু একটা ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে।

‘আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে,’ বলেন ট্রাম্প।

এদিকে, এ হামলায় এক শিশু কমপক্ষে ৩ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।

আরএ

Share this news on: