বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের ওপর ছাত্রদল নেতার হামলা

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কসহ তিন প্রতিনিধির ওপর হামলার অভিযোগ উঠেছে জিল্লুর রহমান নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জিল্লুর জেলা ছাত্রদলের সহ-সম্পাদক ও ফেনী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গত ৪ মে তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়।

এ ঘটনায় আহতরা হলেন- ফেনী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ, সাবেক সহ-সমন্বয়ক সালমান হোসেন ও প্রতিনিধি নাদিয়া আক্তার খুশি।

হামলার শিকার আবদুল্লাহ আল মাহফুজ বলেন, আমরা তিনজন ফেনী জেনারেল হাসপাতালে এক রোগীকে দেখতে গিয়েছিলাম। সেখান থেকে বের হয়ে রোগীর জন্য কিছু খাবার নিতে আসি। ওই সময় ছাত্রদল নেতা জিল্লু আমাদের সঙ্গে থাকা নাদিয়াকে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করে। এটির কারণ ছিল গত ৪-৫ মাস আগে নাদিয়া কলেজের কিছু বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। এজন্য জিল্লু ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ শুরু করে।

তিনি বলেন, তখন আমরা শান্তভাবে তাকে গালি দিতে নিষেধ করি। এতে তিনি তেড়ে এসে বলে, তোর এত স্পর্ধা। এরপর জিল্লু ও তার সহযোগীরা চাপাতি ও অস্ত্র দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত জিল্লুর রহমানকে একাধিকবার কল করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লেখেন, কয়েকদিন আগে হামলাকারী ছাত্রদল নেতা জিল্লুর বিরুদ্ধে চাঁদাবাজির খবর প্রকাশের পর সাংবাদিককে হত্যা হুমকি দিয়েছিল। তারপরও অভিযুক্ত ছাত্রদল নেতার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো তার পক্ষে বিভিন্ন নেতাকে কথা বলতে দেখা গেছে। কি দৈব ক্ষমতা তার! ফেনীর প্রশাসন এবং কেন্দ্রীয় ছাত্রদল এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে আমরা দেখতে চাই। পুরোনো সহিংসতার সংস্কৃতি আমরা আর ফিরতে দেব না। অবিলম্বে হামলাকারীকে আইনের আওতায় আনতে হবে।

এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ঢাকা পোস্টকে বলেন, ইতোমধ্যে একটি অভিযোগের ভিত্তিতে তার পদ স্থগিত করা হয়েছে। এবারও যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে হামলার প্রতিবাদে ও জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে রাতে শহরের ট্রাংক রোডে বিক্ষোভ মিছিল করেছে ফেনী জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি স্থানীয় পত্রিকা দৈনিক ফেনীর সময়ে জিল্লুর চাঁদাবাজি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে গত ২৮ এপ্রিল ওই পত্রিকার প্রধান প্রতিবেদক আরিফ আজমকে তিনি হত্যার হুমকি দেন। এ ঘটনার প্রেক্ষিতে ৪ মে জিল্লুর সব সাংগঠনিক পদ স্থগিত করে জেলা ছাত্রদল।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
ভূমিকম্পে ঢাবির একাধিক হলের ভবনে ফাটল Nov 21, 2025
img
ভূমিকম্পে নরসিংদীতে আহত অর্ধশতাধিক Nov 21, 2025
img
সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য নির্ধারণের ঘোষণা রোববার Nov 21, 2025
img
নৈতিকতার জায়গায় আমরা নিশ্চয়ই ভালো না : নিলোফার মনি Nov 21, 2025
img
শেষ দিন হতে পারত, ভূমিকম্পের পর বললেন ফারুকী Nov 21, 2025
img
ভূমিকম্পে ঢাবি শিক্ষার্থীসহ ১৮ জন ঢাকা মেডিকেলে Nov 21, 2025
img
টপ থার্টিতেই থেমে গেল বাংলাদেশের মিথিলার যাত্রা Nov 21, 2025
img
সবাই কেন সমানভাবে ভূমিকম্প টের পায় না? Nov 21, 2025
img
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে : প্রধান উপদেষ্টা Nov 21, 2025
img
এই ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা : উপদেষ্টা রিজওয়ানা Nov 21, 2025
img
ভূমিকম্পে নারায়ণগঞ্জে একাধিক ভবনে ফাটল Nov 21, 2025
img
প্রথম দিনে অ্যাশেজে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের রেকর্ড Nov 21, 2025
img
ভবিষ্যতে দেশে যে সরকারই আসুক, ভারত তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে : মাসুদ কামাল Nov 21, 2025
img
ঢাকায় ভবন ধস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে : ফায়ার সার্ভিস Nov 21, 2025
img
আতিফ আসলামের কোনো কনসার্ট বসুন্ধরায় হচ্ছে না Nov 21, 2025
img
বিকেলে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া Nov 21, 2025
img
ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেলের শিক্ষার্থীর মৃত্যু Nov 21, 2025
img

আবহাওয়া অধিদপ্তর

ভূমিকম্পটি ‘মধ্যম মাত্রার’, আপাতত আফটারশকের সম্ভাবনা নেই Nov 21, 2025
img
ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য : শায়খ আহমাদুল্লাহ Nov 21, 2025
img
সেনাপ্রধানকে 'সেনাবাহিনী পদক' দিলেন প্রধান উপদেষ্টা Nov 21, 2025