এপ্রিলে ডিএমপির বিশেষ ম্যাজিস্ট্রেটে ৯৪৩ গ্রেফতার, ১০৫ জনের সাজা, ৪৭৭টি মামলা নিষ্পত্তি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৫ সালের এপ্রিল মাসে মোট ৪৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে গ্রেফতারকৃত ৯৪৩ জনের ১০৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোহাম্মদ আতাউল হকের বরাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত এপ্রিল মাসে ৮১ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৬টি মামলা দায়ের করে। তাদেরকে ৩৯ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

অন্যদিকে ডিএমপির ওয়ারী বিভাগ ৩০ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২২টি মামলা দায়ের করে। তাদেরকে ১৯ হাজার ১৫০ টাকা জরিমানা ও তিন জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এছাড়াও ডিএমপির তেজগাঁও বিভাগ ৯৮ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৬৩টি মামলা দায়ের করে। তাদেরকে ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

একই সময়ে ডিএমপির গুলশান বিভাগ ৮৪ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫৭টি মামলা দায়ের করে এবং তাদেরকে ৭৩ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ডিএমপির লালবাগ বিভাগ ২৯ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৪টি মামলা দায়ের করে। তাদেরকে ৪৮ হাজার ৭০০ টাকা জরিমানা ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

অন্যদিকে ডিএমপির মিরপুর বিভাগ ৪৮৮ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ১৭৭টি মামলা দায়ের করে। তাদেরকে ২ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা ও ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

এছাড়াও ডিএমপির উত্তরা বিভাগ ১১২ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৭৭টি মামলা দায়ের করে। তাদেরকে ৯৪ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

একই সময়ে ডিএমপির রমনা বিভাগ ২১ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২১টি মামলা দায়ের করে এবং তাদেরকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শান্ত-লিটনদের পাকিস্তান সফর নিয়ে যা ভাবছে বিসিবি May 08, 2025
img
সীমান্তে ৪০-৫০ ভারতীয় সেনা নিহতের দাবি পাকিস্তানের May 08, 2025
img
আ. লীগের বিচারে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার, জানালেন উপদেষ্টা May 08, 2025
img
ছেলেদের প্রশ্নে হতবাক মাধুরী দীক্ষিত May 08, 2025
img
যে কারণে ফিল্ডিংয়ের জন্য ক্রিকেটারদের পুরস্কার দেয় বাংলাদেশ May 08, 2025
img
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল May 08, 2025
img
৩০টির বেশি নতুন দল, যাচাই-বাছাইয়ে কমিটি গঠন ইসির May 08, 2025
img
৮ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা, ঝড়ের পূর্বাভাস May 08, 2025
img
পাক-ভারত উত্তেজনা : বদলে যাচ্ছে আইপিএলের ভেন্যু May 08, 2025
img
নিরাপত্তা বিবেচনায় নাহিদ-রিশাদসহ বিদেশিরা পাকিস্তান ছাড়তে চান May 08, 2025