ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সাম্প্রতিক উত্তেজনার সম্ভাব্য প্রভাব সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে পড়তে পারে—এমন শঙ্কায় সিলেট রেঞ্জের চার জেলার পুলিশ প্রশাসনকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ প্রধান। ভারতের সীমান্তঘেঁষা এলাকাগুলোর ওপর বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি।
সিলেট বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ—এই চার জেলায় ভারতের সঙ্গে সরাসরি সীমান্ত রয়েছে। ইতোমধ্যে এসব এলাকার থানা পুলিশ, গোয়েন্দা (ডিবি) বিভাগ এবং বিট পুলিশ কর্মকর্তাদের সক্রিয় করে নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী চৌকি ও প্রবেশপথগুলোতে রাখা হয়েছে বাড়তি নজরদারি।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নির্দেশনার ভিত্তিতে সিলেট রেঞ্জের চার জেলার পুলিশ সুপারদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান জানান, সীমান্তে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ বা বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষ্যে পুলিশ সুপারদের কঠোর সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
এর আগে গুলশানে অনুষ্ঠিত পুলিশের বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম সাংবাদিকদের জানান, ভারত-পাকিস্তান সংঘাতের কারণে দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকায় সীমান্তবর্তী জেলার পুলিশ প্রশাসনকে বাড়তি সতর্কতায় থাকতে বলা হয়েছে। কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসএস