মিডফিল্ড শক্তি বাড়াতে গ্রীষ্মকালীন দলবদলে চেলসির আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে এই তারকাকে পেতে হলে ক্লাবটিকে গুনতে হবে ২০০ মিলিয়ন ইউরো—এমনটাই জানিয়ে দিয়েছে চেলসি।
২০২২ বিশ্বকাপে ‘সেরা উদীয়মান খেলোয়াড়’ খেতাব জেতা এনজোকে আগেই নজরে রেখেছিল রিয়াল। যদিও শেষমেশ তিনি ২০২৩ সালের জানুয়ারিতে ১২১ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে যোগ দেন চেলসিতে। স্ট্যামফোর্ড ব্রিজে শুরুটা ধীরগতির হলেও সময়ের সঙ্গে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। বর্তমানে চেলসির অধিনায়কত্বও সামলাচ্ছেন এই মিডফিল্ডার।
এর আগে চেলসি এনজোকে ‘অবিক্রেয়’ বললেও, সাম্প্রতিক প্রতিবেদনে (সূত্র: ফিচাহেস) জানা গেছে, আর্থিক শর্ত মেনে নিলে তাকে বিক্রি করতে রাজি ক্লাবটি। তবে ২০০ মিলিয়ন ইউরোর বিশাল মূল্য শুনে এনজোর প্রতি রিয়ালের আগ্রহে কিছুটা ভাটা পড়েছে বলে জানা গেছে।
মিডফিল্ডে ভবিষ্যতের পরিকল্পনায় রিয়ালের নজর আরও কিছু বিকল্পের দিকেও। তাদের শর্টলিস্টে রয়েছে পিএসজির জোয়াও নেভেস এবং ক্রিস্টাল প্যালেসের তরুণ প্রতিভা অ্যাডাম হোয়ার্টনের নাম।
এই মুহূর্তে রিয়ালের জন্য বড় সিদ্ধান্ত—এনজো, নাকি অন্য কেউ?
টিকে/টিএ