গ্রীষ্মের তাপ বাড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মে মাসে এক থেকে তিনটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
বুধবার (৭ মে) দেশের ১১টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে, যার বিস্তার আরও বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। খুলনা ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানান, “এই তাপপ্রবাহ ৩-৪ দিন অব্যাহত থাকবে। তবে ১২ বা ১৩ মে’র দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রা কিছুটা কমতে পারে।”
এসএস