জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেনের ভাতিজা হাফেজ তামিম হোসেন (১৪) নিখোঁজ হয়েছেন। বুধবার (৭ মে) সন্ধ্যা ৬টার পর থেকে বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমির শিক্ষার্থী তামিমকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
বিষয়টি রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন রুবেল নিজেই। সেখানে তিনি লেখেন, “আমি পেসার রুবেল হোসেন। দীর্ঘদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছি। আজকের দিনটি আমার জন্য বেদনাদায়ক। আমার বড় ভাইয়ের ছেলে হাফেজ তামিম হোসেন সন্ধ্যা ৬টা থেকে নিখোঁজ। কেউ যদি কোনো তথ্য পান, দয়া করে যোগাযোগ করুন।”
নিখোঁজ তামিম সম্পর্কে রুবেল জানান, তিনি তার বড় ভাইয়ের ছেলে এবং বয়স ১৪ বছর। খোঁজ পেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়ে রুবেল একটি নম্বরও দিয়েছেন—১৯৬০০-৭০৪১৩।
তামিমকে খুঁজে পেতে সামাজিক মাধ্যমে অনেকে শেয়ার করছেন পোস্টটি। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।