অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে নিউজিল্যান্ড যুবাদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৪ রান তুলেছে স্বাগতিকরা।
শুরুর দিকে অবশ্য বিপাকে পড়ে বাংলাদেশ। মাত্র ৮ রানেই ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর এনামুল হক বিজয় ও নাঈম শেখ মিলে ইনিংস মেরামতের কাজ শুরু করেন। নাঈম ৪০ রানে এবং বিজয় ৩৯ রানে ফিরে গেলে আবার চাপে পড়ে দল।
চতুর্থ উইকেটে দলকে উদ্ধার করেন সোহান ও অঙ্কন। দুই ব্যাটারই দারুণ ছন্দে ব্যাট করে গড়েন ২২৫ রানের জুটি। সোহান করেন ১১২ রান, তাকে সঙ্গ দেন অঙ্কন, যিনি ইনিংসের শেষ ওভারে বিদায় নেন ১০৫ রানে।
শেষদিকে মোসাদ্দেক হোসেন ১৩ রান করলে বাংলাদেশ ৩৪৪ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছায়। নিউজিল্যান্ডের হয়ে ক্রিস্টিয়ান ক্লার্ক দুটি উইকেট শিকার করেন।
টিকে/টিএ