পিএসএলে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী

পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সামরিক উত্তেজনা সত্ত্বেও পাকিস্তান সুপার লিগে অংশগ্রহণকারী বিদেশি খেলোয়াড়রা দেশটিতে অবস্থান করছেন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মঙ্গলবার গভীর রাতে ভারতের বিমান হামলা ও পাকিস্তানের পাল্টা জবাবের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সীমান্তে পরিস্থিতি গুরুতর হওয়ায় বিদেশি খেলোয়াড়রা পিএসএল নেতৃত্বের সাথে একটি বৈঠক করেন।

পিসিবির মুখপাত্র আমির মীর বলেন, ‘বিদেশি খেলোয়াড়রা গত রাতে পিএসএল প্রধান সালমান নাসিরের সাথে ডিনারে মিলিত হন।

তাদের মধ্যে অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।’

তিনি আরো বলেন, ‘বিমান চলাচল বন্ধ থাকায় বিদেশি খেলোয়াড়দের দেশ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে তারা পাকিস্তান সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন।’

পিসিবি আশাবাদী যে এই উত্তেজনা পিএসএল এর চলমান সিজনে কোনো প্রভাব ফেলবে না, ‘উভয় দেশের সীমান্তে (ভারত-পাকিস্তান) সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তবে আমরা আশা করছি না যে এটি পিএসএলকে প্রভাবিত করবে।

তবে যদি, আল্লাহ না করুন, পরিস্থিতি আরো খারাপ হয়, আমরা পরবর্তী পদক্ষেপ নির্ধারণে একসঙ্গে বসব।’

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে যে, তারা পিএসএলে অংশগ্রহণকারী তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে পিসিবি এবং ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করছে। বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আগামী কয়েক দিন পরিস্থিতি মূল্যায়ন করবে। 

এছাড়া, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং নিউজিল্যান্ড ক্রিকেটও নিজেদের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে এবং তাদের সর্বশেষ নিরাপত্তা নির্দেশনা প্রদান করছে।

 আরএম/টিএ

Share this news on: