সারা দেশের ৩৫টি বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (৭ মে) সকাল থেকে এই অভিযান শুরু করে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বিআরটিএ কার্যালয়ে অভিযান চালানো হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।
দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিআরটিএ-তে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ বহুদিনের।
এসব অভিযোগের ভিত্তিতে বুধবার বিআরটিএর ৩৫টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
এফপি/এস এন