'টাকা-খ্যাতি সবই ছিল, শুধু শান্তি ছিল না'

অল্প বয়সেই শোবিজাঙ্গনকে বিদায় জানিয়েছেন ‘বিগ বস’খ্যাত অভিনেত্রী সোনিয়া বানসাল। মাত্র ২৮ বছর বয়সেই অভিনয় থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী।কেন এমন সিদ্ধান্ত? টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনিয়া জানিয়েছেন, টাকা-পয়সা থাকলেও মানসিক শান্তি ছিল না। যে কারণেই এই সিদ্ধান্ত।

সোনিয়া বানসাল বলেন, ‘অন্যদের জন্য কিছু করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি, যে নিজেদেরই ভুলে যাই। আমি উপলদ্ধি করতে পেরেছি, আমার সত্যিকারের উদ্দেশ্য কী সেটা জানি না। নিখুঁত হওয়া, প্রাসঙ্গিক থাকা এবং আরো বেশি অর্থ উপার্জনের এই দৌড়ে নিজেকে হারিয়ে ফেলেছি।”
 
অর্থ-যশ-খ্যাতি থাকলেও সোনিয়ার শান্তি ছিল না, তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন- “টাকা, খ্যাতি, জনপ্রিয়তা সবই ছিল। কিন্তু যা ছিল না, তা হলো শান্তি। আপনি যদি শান্তিতে না থাকেন, তাহলে টাকা দিয়ে কী করবেন? আপনার বাহ্যিকভাবে সবকিছুই থাকতে পারে। কিন্তু আপনি যদি ভেতরে শূন্য থাকেন, তাহলে এটি খুবই অন্ধকারাচ্ছন্ন।”
 
ইন্ডাস্ট্রি স্বীকৃতি দিয়েছে তবে স্থিরতা দেয়নি, এমনটা উল্লেখ করে সোনিয়া বলেন, ‘আমি জীবনে কী চাই, তা নিয়ে গভীরভাবে অধ্যয়ন করতে চাই। এই ইন্ডাস্ট্রি আমাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু স্থিরতা দেয়নি। আমাকে প্রাণভরে শ্বাস নিতে দেয়নি। আমি আর ভান ধরে বাঁচতে চাই না। আমি নিজের জন্য খাঁটিভাবে বাঁচতে চাই। আমি জীবনের কোচ এবং আধ্যাত্মিক হিলার হতে চাই।’

প্রশ্ন ছুড়ে দিয়ে অভিনেত্রী বলেন, ‘আপনি জানেন না, কখন আপনার জীবন বদলে যাবে। আপনি জানেন না, মৃত্যু এসে কখন আপনার দরজায় কড়া নাড়বে। আমরা যদি সৎভাবে জীবনযাপন না করি, তাহলে এই পুরো যাত্রার অর্থ কী?’

প্রসঙ্গত, ‘নটি গ্যাং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনিয়ার। ২০১৯ সালে মুক্তি পায় এটি। দুই বছরের বিরতি নিয়ে ‘ডুবকি’ সিনেমায় অভিনয় করেন। পরের বছরই ‘গেম ১০০ কোরর কা’ সিনেমায় অভিনয় করেন। ২০২২ সালে মুক্তি পায় এটি। এছাড়াও হিন্দি ও তেলেগু ভাষার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
নিজের দেশ ছাড়ার খবর নিয়ে যা জানালেন জাপা মহাসচিব May 08, 2025
img
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন May 08, 2025
img
১০১ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই ফাউন্ডেশন May 08, 2025
img
জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়লো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র May 08, 2025
img
বাংলাদেশের হয়ে সামিতের খেলা নিয়ে যা বলছে তার ক্লাব May 08, 2025
img
জলবায়ু লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিতে পারে কপ-৩০ : সভাপতির আশা May 08, 2025
img
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত May 08, 2025
img
কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান সেনাপ্রধানের May 08, 2025
img
বিনিয়োগে মন্দা, পাঁচ মাসে ৮ শতাংশের নিচে ঋণ প্রবৃদ্ধি May 08, 2025
img
ভারতশাসিত কাশ্মীরে ব্ল্যাকআউট, জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ May 08, 2025