পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে রদবদল

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদে কর্মরত তিন কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), শিল্পাঞ্চল পুলিশ, পুলিশ টেলিকম ও রাজশাহী সারদার প্রধান হিসেবে নতুন কর্মকর্তারা এসেছেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা পৃথক দুই প্রজ্ঞাপনে এই ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, শিল্পাঞ্চল পুলিশের মো. ছিবগাত উল্লাহকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) সিআইডি প্রধান, সিআইডির গাজী জসীম উদ্দিনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) শিল্পাঞ্চল পুলিশে, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) পুলিশ টেলিকমে এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তাওফিক মাহবুব চৌধুরীকে রাজশাহীর পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই প্রজ্ঞাপনে আরো দুজন ডিআইজিকে বদলি করার কথা বলা হয়েছে। ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ড. শোয়েব রিয়াজ আলমকে এসপিবিএনের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে এবিপিএন ১২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ঢাকা টিডিএসের অতিরিক্ত ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি, ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুর রাজ্জাককে রংপুর আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশিদকে এবিপিএন-৫-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), এসবির অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি, সিআইডির অতিরিক্ত ডিআইজি সৈয়দা জান্নাত আরাকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি, এবিপিএন ৫-এর অধিনায়ক শামীমা আক্তারকে অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোখলেছুর রহমানকে খাগড়াছড়ির এবিপিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, এসবির অতিরিক্ত ডিআইজি এ এইচ এম আব্দুর রকিবকে নোয়াখালী পিটিসির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

আগের দিন মঙ্গলবার জারি হওয়া আরেক প্রজ্ঞাপনে আরো পাঁচ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়।

ওই আদেশ অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. সরওয়ারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান এবং সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনামুল হককে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ঢাকা রেঞ্জের পুলিশ সুপার আসলাম শাহাজাদার পূর্বের বদলির আদেশ বাতিল করে তাকেও পুনরায় একই পদে বহাল রাখা হয়েছে।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানের পাল্টা হামলা, কেঁপে উঠল ভারত May 08, 2025
img
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ৫৬ জনের পদত্যাগ May 08, 2025
img
নিজের দেশ ছাড়ার খবর নিয়ে যা জানালেন জাপা মহাসচিব May 08, 2025
img
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে আগুন May 08, 2025
img
১০১ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই ফাউন্ডেশন May 08, 2025
img
জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়লো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র May 08, 2025
img
বাংলাদেশের হয়ে সামিতের খেলা নিয়ে যা বলছে তার ক্লাব May 08, 2025
img
জলবায়ু লড়াইয়ের মোড় ঘুরিয়ে দিতে পারে কপ-৩০ : সভাপতির আশা May 08, 2025
img
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত May 08, 2025
img
কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান সেনাপ্রধানের May 08, 2025