ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রভাব ছড়িয়ে পড়তে শুরু করেছে ক্রীড়াঙ্গনেও। মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। আজ (৭ মে) দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি পাকিস্তান সশস্ত্র বাহিনীকে ভারতের বিরুদ্ধে প্রয়োজনীয় পাল্টা পদক্ষেপ নিতে পূর্ণ অনুমোদন দিয়েছে।
এ অবস্থায় শুধু দুই দেশের রাজনীতি নয়, খেলাধুলার জগতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইপিএল ও পিএসএল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, পাশাপাশি ভবিষ্যতের দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি টুর্নামেন্টগুলো নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর নিয়েও প্রশ্ন উঠেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনই সফর স্থগিত করার সিদ্ধান্ত নেয়নি। আজ সন্ধ্যায় মিরপুরে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে, পাকিস্তানের পরিস্থিতি ১০ মে পর্যন্ত পর্যবেক্ষণ করা হবে। এরপর পরিস্থিতির ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে বিসিবি সভাপতি সাংবাদিকদের বলেন, “আমরা এখনই সফর স্থগিত করছি না। পরিস্থিতির দিকে নজর রাখছি। ১০ তারিখের পর আবার আলোচনা হবে।”
অন্যদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতেও পিএসএলের ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। পরশু রাওয়ালপিন্ডিতে রিশাদ ও নাহিদ রানার দল মুখোমুখি হবে, যেখানে হারলেই ছিটকে পড়তে পারে একটি দল।
কূটনৈতিক উত্তেজনা ক্রীড়াঙ্গনের স্বাভাবিক গতি থামিয়ে দিচ্ছে কি না, সেটি এখন সময়ই বলে দেবে। বাংলাদেশের পাকিস্তান সফর হবে কি না—চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে কয়েক দিনের মধ্যেই।
এসএস