ভারতের হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ

ভারতের বিমান হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন। খবর ডনের।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ ভারতীয় পর্যটক নিহত হওয়ার জেরে মঙ্গলবার রাতভর পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে অন্তত ২৬ জন নিহত এবং আরও অনেকে আহত হন। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও, যাতে ১৫ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়।

পাল্টাপাল্টি হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, “তারা কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়। কিন্তু পাকিস্তান জানে কীভাবে আত্মরক্ষা করতে হয়, কীভাবে জবাব দিতে হয়।”

তিনি জানান, “পাকিস্তান বিমানবাহিনীর হামলায় ভারতের এমন ক্ষয়ক্ষতি হয়েছে, যা তারা সহজে কাটিয়ে উঠতে পারবে না। ভারতের গর্ব ছিল যে পাঁচটি যুদ্ধবিমান, সেগুলো এখন শুধুই ছাই।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারতের কাপুরুষোচিত আক্রমণে ২৬ নিরীহ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৬ জন। নিহতদের মধ্যে রয়েছে মাত্র সাত বছরের শিশু ইরতাজা আব্বাস।”

শাহবাজ হুঁশিয়ার করে বলেন, “ভারতকে তাদের বিমান হামলার পরিণাম ভোগ করতে হবে। তারা ভাবছিল আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে—এটা এমন এক জাতি যারা দেশের জন্য জীবন দিতে জানে।”

ভাষণের শেষদিকে তিনি দেশের সামরিক, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “প্রচলিত যুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী আবারও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।”


এসএস

Share this news on:

সর্বশেষ

img
তাপপ্রবাহ কমছে সোমবার থেকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর May 12, 2025
img
লিভারপুল-আর্সেনালের নাটকীয় ড্র, শিরোপা নিশ্চিত লিভারপুলের May 12, 2025
img
আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব : জেলেনস্কি May 12, 2025
img
সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল May 12, 2025
img
দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ May 12, 2025
img
দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জনসুরক্ষায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা May 12, 2025
এবার জাতীয় পার্টির জি.এম. কাদেরকে হুঁশিয়ারি হান্নান মাসুদের May 12, 2025
ধসে পড়লো বাজার, বিনিয়োগকারীদের মাথায় হাত May 12, 2025
কেন বাবার মৃত্যুর পর হাসতে হয়েছিল সামান্থাকে? May 12, 2025
img
সামনে বহু লড়াই বাকি: হান্নান মাসউদ May 12, 2025