ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের গেট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ও গ্রাফিতি মুছে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৭ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় তারা ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগানে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নাম ও ছবি মুছে ফেলার সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘মুজিব থেকে হাসিনা, ফ্যাসিবাদ মানি না’ ইত্যাদি স্লোগান দেন।
ঘটনার বিষয়ে মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন, “জনগণের কষ্টার্জিত টাকায় স্বৈরাচারী হাসিনা তার বাবার নামে বিভিন্ন স্থাপনা বানিয়ে জনগণের ওপর ব্যক্তিপূজা চাপিয়ে দিচ্ছে। আমরা সেই ফ্যাসিবাদী নিদর্শন সরিয়ে দিয়েছি।”
ছাত্রদল দাবি করে, প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদেই তারা এ পদক্ষেপ নিয়েছে। এ প্রসঙ্গে স্যার এ এফ রহমান হল ছাত্রদলের প্রচার সম্পাদক ফেরদৌস সিদ্দীক সায়মন বলেন, “রাতের আঁধারে ‘জয় বাংলা’ লেখে নিষিদ্ধ ছাত্রলীগ, অথচ প্রশাসন চুপ। তাই আমরাই প্রতিরোধ করেছি।”
ঘটনার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের গণশিক্ষা সম্পাদক নাহিদ খন্দকার, শামসুন্নাহার হল নেত্রী মেহজাবিন আল মারজানসহ প্রায় ১০-১২ জন নেতাকর্মী।
ঢাবির ভাষা ইনস্টিটিউটের প্রশাসন ও প্রক্টর দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এসএস