৯ জেলায় শিবিরের বিক্ষোভ, তিন দফা দাবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জুলাই গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার, এটিএম আজহারুল ইসলামের মুক্তি এবং ফ্যাসিবাদী সরকারের সময় দায়ের করা ছাত্রশিবিরসহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে দেশের নয়টি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার (৭ মে) কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, মৌলভীবাজার, সাতক্ষীরা, যশোর, বগুড়া, নীলফামারী ও পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করে শিবির।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ জানান, ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত একাধিক গণহত্যার বিচার আজও দৃশ্যমান নয়; অনেক ক্ষেত্রে তদন্ত পর্যন্ত হয়নি।

সম্প্রতি দিবালোকের মতো স্পষ্ট, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার কার্যক্রম শুরু না হওয়া জাতির জন্য লজ্জাজনক। ফ্যাসিবাদের পতনের পরও মজলুম জননেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম আজহারুল ইসলামের কারাবন্দিত্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

একইসঙ্গে ফ্যাসিস্ট আমলে দায়ের করা ছাত্রশিবিরসহ সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। ছাত্রশিবির ঘোষিত তিন সপ্তাহের আল্টিমেটাম স্মরণ করিয়ে বক্তারা সব মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

আরএ/টিএ

Share this news on: