পাকিস্তানের চারটি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ করাচি, লাহোর ও শিয়ালকোট বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর সাথে যোগাযোগ বজায় রাখতে অনুরোধ করেছে।

বৃহস্পতিবার (৮ মে) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে বুধবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারত বিমান হামলা চালানোর পর দেশটির বিমান চলাচল বন্ধ হয়। যদিও পরে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানায়, পাকিস্তানের সব বিমানবন্দর এবং আকাশসীমা সম্পূর্ণরূপে চালু আছে।

ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, ভারতের হামলার পর পাকিস্তানে মোট ১৩৫টি ফ্লাইট আর ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, মিডিয়া রিপোর্ট এবং এয়ারলাইন্সের নির্দেশনায় জানা গেছে, ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর ১০মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। তবে এই বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি।

বিবিসি বলছে, ভারতের ২০টিরও বেশি বিমানবন্দর আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। মিডিয়া রিপোর্ট এবং বিমান সংস্থাগুলোর ট্রাভেল অ্যাডভাইজরিতে এমন তথ্য পাওয়া গেছে। বন্ধ হয়ে যাওয়া এসব বিমানবন্দরের বেশিরভাগই উত্তর ভারতে।

তবে এ বিষয়ে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বা বিমানবন্দর নিয়ন্ত্রক সংস্থা থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

পর্দা নয়, বাস্তবেই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বলিউডের যে তারকারা May 08, 2025
img
'ওজনের জন্য কাজ না পেলে কিছু যায় আসে না' May 08, 2025
img
৬ টি জাতিসংঘের স্কুল ব-ন্ধ করছে নেতানিয়াহু’র দেশ May 08, 2025
ভারত-পাকিস্তান যুদ্ধে লাভবান চীন, নাজুক অবস্থানে যুক্তরাষ্ট্র May 08, 2025
img
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে প্রজ্ঞাপন, চেয়ারম্যান নজরুল ইসলাম May 08, 2025
আকাশসীমা লঙ্ঘন করা ভারতের ১২টি ড্রোন ভূপাতিত May 08, 2025
img
ভারতে হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের May 08, 2025
বিধ্বস্ত বিমানের সংখ্যা নিয়ে যা জানাল ভারত May 08, 2025
img
প্ল্যান করে ‘বরবাদ’ পাইরেসি, কড়া পদক্ষেপ নিলেন প্রযোজক May 08, 2025
img
এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন May 08, 2025