চবির পঞ্চম সমাবর্তীদের অংশ নিতে মানতে হবে ১০ নির্দেশনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমবর্তনের পূর্ব প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির সুষ্ঠু বিধান করতে সমাবর্তীদের বেশ কিছু নিয়ম-নীতি বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকাল পাঁচটায় উপ উপাচার্য (প্রশাসন) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিষয়গুলো জানান সমাবর্তন প্রচার ও প্রকাশনা উপ কমিটি।

এ সময় উপস্থিত ছিলেন সমাবর্তন উদযাপন কমিটির সদস্য-সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, উপ-কমিটির আহ্বায়ক ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. শহীদুল হক।

মানতে হবে যেসব নির্দেশনা

১. নিজ নিজ বিভাগ থেকে গাউন, টুপি ও সমবর্তী কার্ড সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে সমাবর্তী কার্ড ব্যতীত অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না।

২. দুপুর ১টার আগেই খাবার ও যাবতীয় কাজ শেষ করে সমাবর্তীকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে। এরপর আর কোনোভাবেই প্রবেশ করতে দেয়া হবে না।

৩. দুপুর দেড়টায় মূল অনুষ্ঠান শুরু হবে। শেষ হবে বিকাল ৪টায়। এরমধ্যে অনুষ্ঠানস্থল থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারবে না। জরুরী প্রয়োজনে মেডিকেল টিম ও ওয়াশরুমের ব্যবস্থা থাকবে।

৪. মোবাইল ও কার্ড ব্যতীত অন্যকিছু সঙ্গে নেওয়া যাবে না।

৫. সকাল ৬টা থেকে শহরের নির্দিষ্ট পয়েন্ট থেকে ১০০টি বাস সমাবর্তীদের নিয়ে ক্যাম্পাসে আসবে। সমাবর্তন শেষে এগুলো শহরে ফিরে যাবে। এছাড়াও শাটল ট্রেন ও স্পেশাল শাটল বাস চলবে নিয়মিত শিডিউলে।

৬. ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলে ড্রাইভার নিয়ে আসতে অনুরোধ কর্তৃপক্ষের। কারণ ১ নম্বর গেটের ভেতরে কোনো ব্যক্তিগত গাড়ি ঢুকতে দেওয়া হবে না।

৭. সাধারণ শিক্ষার্থীদের জন্য শহিদ মিনার, জারুল তলা, সায়েন্স ফ্যাকাল্টিসহ ৫টি পয়েন্টে এলইডি স্ক্রিনে অনুষ্ঠান দেখানো হবে। বিটিভিও প্রচার করবে।

৮. অধ্যাপক ড. ইউনূসের আসার রুট তথা জিরোপয়েন্ট থেকে সেন্ট্রাল ফিল্ডের রাস্তায় দুপুর বারোটার পর কোনো হোটেল বা দোকান খোলা রাখা যাবে না।

৯. দুপুর বারোটার আগেই সমাজ বিজ্ঞান অনুষদ ও সেন্ট্রাল ফিল্ড এলাকা সাধারণদের ত্যাগ করতে হবে।

১০. অনুষ্ঠান শেষে গাউন জমা দিয়ে নিজ নিজ বিভাগ থেকে গিফট ও সার্টিফিকেট নিবেন শিক্ষার্থীরা।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
সাহসী দৃশ্য থেকে ‘লাফটার কুইন’—অর্চনা পূরণ সিংয়ের গল্প এক সংগ্রামের May 09, 2025
img
‘আমরা যুদ্ধ চাই না’: সীমান্তে আতঙ্কে কাশ্মীরিরা May 09, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের May 09, 2025
img
রাজনৈতিক দলের সঙ্গে দ্রুত পরবর্তী আলোচনার নির্দেশ প্রধান উপদেষ্টার May 09, 2025
img
শাবনূরের জন্য ১৭ বার বাথরুমে গেলেন জায়েদ খান May 09, 2025
img
রাষ্ট্র ও এস্টাবলিশমেন্টে ছাত্রদের ‘ন্যায্য হিস্যা’ চান উপদেষ্টা মাহফুজ আলম May 09, 2025
img
‘আওয়ামী’ পৃষ্ঠপোষক উপদেষ্টাদেরও বিচার দাবি শিবির সেক্রেটারির May 09, 2025
img
আন্দোলনের চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া মেলেনি May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতাকে রাজপথে আসার আহ্বান শিবির নেতার May 09, 2025
img
খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি মাসুদ May 09, 2025