নাহিদ রিশাদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করল বিসিবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। বাংলাদেশি এই দুই ক্রিকেটারের নিরাপত্তায় সব ধরনের যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিরাপত্তা শঙ্কায় ইতোমধ্যেই পিএসএল সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আজ রাতে আরব আমিরাতে যাবেন রিশাদ-নাহিদরাও। এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘সাম্প্রতিকালে গত মঙ্গলবার থেকে দুই দেশের মধ্যে যে পরিবেশ সৃষ্টি হয়েছে পার্শ্ববর্তী দেশ হিসেবে এটা আমাদের উদ্বেগের সৃষ্টি করেছে। আপনারা জানেন আমাদের দুজন জাতীয় দলের খেলোয়াড় পাকিস্তানে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছে। সেই টুর্নামেন্ট থেকে যখন আমরা প্রথম খবর পেয়েছি তখন ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশন্স থেকে শাহরিয়ার নাফিস সার্বক্ষণিক যোগাযোগ করেছে। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে পিএসএলের সিইও—এর সাথে যোগাযোগ করেছি, ফোনে কথা বলেছি।’

‘আমি পিসিবির সভাপতিকেও মেসেজ পাঠিয়েছি। নিয়মিত তাদের সঙ্গে আমরা যোগাযোগের মধ্যে ছিলাম। আপনারা জানেন সবাইকে একসময় একসঙ্গে করা হয়েছিল, এখানে শুধু আমাদের দেশের ক্রিকেটারই ছিলেন না অনেক বিদেশি ক্রিকেটার ছিল। সম্মিলিত প্রচেষ্টা করছিলেন কিভাবে এটার সমাধান বের করা যায়। সিদ্ধান্ত হয়েছে তারা আজকে চেষ্টা করবে যাতে এখান থেকে নিরাপদ কোনো জায়গায় সরিয়ে নেয়া যায়। পাশাপাশি বোর্ড থেকে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।’-যোগ করেন তিনি।

দুই বাংলাদেশি ক্রিকেটার ছাড়াও পিএসএল কাভার করতে যাওয়া দুজন বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকের নিরাপত্তা নিয়েও কাজ করছে বিসিবি। খেলোয়াড়দের সঙ্গে এই দুই সাংবাদিককেও আরব আমিরাতে নিয়ে যাওয়া হবে।

ফারুক বলেন, ‘আপনারা জানেন আমাদের দুজন ক্রীড়া সাংবাদিক আছেন। আমরা দুজনের সঙ্গেই কথা বলেছি এবং আমি উনাদের দুজনের নামই ক্রিকেট বোর্ড থেকে বলেছি। যখনই তারা একসাথে যাবেন তাদের দুজনের নাম দুটো যেন উল্লেখ করা হয়। তারা পেশাদার দায়িত্ব পালনে গেছেন এবং ক্রিকেট বোর্ড মনে করেন আমাদের এখানেও একটা দায়িত্ব আছে। আমরা চেষ্টা করছি তাদেরও যেন একসাথে বের করে নিরাপদ কোনো জায়গায় খেলোয়াড়রা যখন যাবে তখন যেন যেতে পারে।’

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
লেবু না কমলা : কোনটিতে বেশি ভিটামিন সি? May 10, 2025
img
ভারত-পাকিস্তানকে সংঘাত বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রসহ জি-৭ দেশগুলোর May 10, 2025
img
বাংলাদেশের জিআই পণ্যের তালিকায় এবার হাজরাপুরী লিচু May 10, 2025
img
ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় May 10, 2025
img
ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল স্কুলছাত্রের May 10, 2025
img
আইপিএল-পিএসএলের পর এবার বাংলাদেশ-পাকিস্তান সিরিজ অনিশ্চয়তায় May 10, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে জড়ো হচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা May 10, 2025
img
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা May 10, 2025
img
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, গণতন্ত্রের অন্তরায়—সারোয়ার তুষারের অভিযোগ May 10, 2025
img
তুরস্কের ড্রোন দিয়ে ভারত আক্রমণ, প্রশ্নের মুখে এরদোয়ান May 10, 2025