ভারতের ছোড়া ছয় ব্যালিস্টিক মিসাইলই পড়ল নিজেদের রাজ্যে

পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, যেগুলো তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে। তার দাবি, ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর মিসাইলগুলো ছুড়েছে।

মাধ্যরাতে তার এমন ‘অদ্ভুত’ অভিযোগের পর ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে গত মঙ্গলবার পাকিস্তানের আজাদ কাশ্মির ও অন্যান্য জায়গায় মিসাইল ছুড়েছিল ভারত। ওই হামলার পরপরই সবার আগে এটির খবর জানিয়েছিলেন পাক ডিজিএফআইয়ের মহাপরিচালক। পরবর্তীতে ভারতও মিসাইল ছোড়ার সত্যতা স্বীকার করে নেয়।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে, যার মধ্যে একটি অদমপুরে আঘাত হানে। আর বাকি পাঁচটি তারা ফেলে পাঞ্জাবেরই অমৃতসরে। তার অভিযোগ, নিজ দেশের শিখ সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে মিসাইলগুলো ছুড়েছে ভারতীয় বাহিনী।

তিনি বলেন, ভারত তাদের পরিকল্পনার মাধ্যমে, পাঞ্জাবের শিখ সম্প্রদায়ের মানুষের ওপর হামলা চালাচ্ছে, আমাদের সব সহমর্মিতা শিখ এবং সংখ্যালঘুদের প্রতি রয়েছে, যারা ভারতের নিজস্ব অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হচ্ছে।

তিনি আরও বলেন, এটি অবাক করার মতো ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে উসকানিমূলক কাজ। যেখানে ভারত এখন নিজ জনগণের ওপর ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করেছে, যেটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

এর আগে অমৃতসরে রাতের বেলা সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তখন সেখানকার বিভাগীয় কমিশনার সবাইকে শান্ত থেকে ব্ল্যাকআউট পালনের অনুরোধ জানিয়েছিলেন।

আরএম 


Share this news on:

সর্বশেষ

img
সন্তানসম্ভবা হেমা মালিনীর গোপনীয়তা বজায় রাখতে কী করেন ধর্মেন্দ্র? May 10, 2025
img
কুমিল্লার সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার May 10, 2025
img
৮ ঘণ্টার জটিল অস্ত্রোপচার, আরও ৩টি অপারেশন বাকি পবনদীপের May 10, 2025
img
‘আমি চাই, দীপিকার সন্তান আমাকে অভিনেতা হিসেবে পছন্দ করুক’- রণবীর কাপুর May 10, 2025
img
রাজধানীতে যুব মহিলা লীগের সভাপতি গ্রেফতার May 10, 2025
img
ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ May 10, 2025
img
ভারতের আকাশ প্রতিরক্ষা এস-৪০০ ধ্বংস, দাবি পাকিস্তানের May 10, 2025
img
হজের লাগেজ এবং কিছু দরকারি পরামর্শ May 10, 2025
img
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের ফোনালাপ May 10, 2025
img
তারেক রহমানকে কটাক্ষের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ May 10, 2025