পাকিস্তানি গোলাবর্ষণে ভারতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার নিহত

পাকিস্তানের গোলাবর্ষণে ভারত শাসিত কাশ্মীরে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজ কুমার থাপ্পা নিহত হয়েছেন। ভারত শাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এ তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শোক প্রকাশ করে জানান। তিনি উল্লেখ করেন, গতকাল উপ মুখ্যমন্ত্রী এবং ওই কর্মকর্তা একটি অনলাইন সভায় অংশ নিয়েছিলেন, যেখানে তিনি সভাপতিত্ব করেছিলেন। আজ, সেই কর্মকর্তা রাজৌরি শহরের লক্ষ্যবস্তু হওয়া পাকিস্তানের গোলার আঘাতে প্রাণ হারান।

এই ঘটনার পর ওমর আব্দুল্লাহ তার শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং নিহত কর্মকর্তার আত্মার শান্তি কামনা করেছেন। রাজ কুমার থাপ্পা ভারত সরকারের আস্থাভাজন কর্মকর্তা ছিলেন এবং তার মৃত্যুতে বিজেপি নেতারা শোক জানিয়েছেন।

এদিকে, পাকিস্তান ১০ মে ভোরে ভারতের সামরিক স্থাপনাগুলোর ওপর আক্রমণ চালিয়েছে। পাকিস্তান জানিয়েছে, তারা বিমানঘাঁটি ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে হামলা করেছে এবং প্রথমবারের মতো ফাতাহ-১ মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। পাকিস্তান দাবি করেছে, এই হামলা ছিল ভারতের আগ্রাসনের প্রতিক্রিয়া, যেখানে পাকিস্তানের বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছিল। পাকিস্তান বলেছে, তারা ভারতের আক্রমণ অব্যাহত থাকায় পাল্টা হামলা চালাতে বাধ্য হয়েছে।


এসএস/এসএন

Share this news on: