ভারত-পাকিস্তান সংঘাত নিরসনে আগ্রহী যুক্তরাষ্ট্র

ভারত এবং পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত বন্ধ করতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে জানান, বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা নিয়ে মার্কিন বিদেশসচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিয়ো গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, যত দ্রুত সম্ভব সংঘাত কমে আসুক। তিনি অনেক আগেই জানতেন, এই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। তবে, উভয় দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে। মার্কো রুবিয়ো দুই নেতার সঙ্গে যোগাযোগ রেখে চলমান সংকটের সমাধান খুঁজছেন।

ওয়াশিংটন চায় দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হোক। মার্কো রুবিয়ো সেই বার্তাই দিয়েছেন। পহেলগাঁওয়ে হামলার পর যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই হামলার কড়া নিন্দা করে বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে রয়েছে। যদিও পাকিস্তান ওই হামলার সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছে।

শুরু থেকেই যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে আহ্বান জানিয়ে আসছে। তবে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

বুধবার হোয়াইট হাউসে ভারত-পাকিস্তান সংঘাত ও দুই দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক।

নিজের অবস্থান ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, আমি উভয় দেশের সঙ্গে চলতে পারি। তাদের ভালোভাবেই চিনি। আমি চাই, তারা সংঘাত থেকে বিরত থাকুক। আশা করি, এখন তারা শান্ত হবে।

ট্রাম্প আরও বলেন, দুই দেশের সঙ্গেই আমার সুসম্পর্ক রয়েছে। যদি কোনোভাবে আমি সাহায্য করতে পারি, তবে অবশ্যই করব।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
প্যারিস থেকে জার্মানি গিয়ে বিনামূল্যে ইউসিএল ফাইনাল দেখবেন যারা May 10, 2025
img
শাহবাগ যাচ্ছে ইসলামী আন্দোলনের গণমিছিল May 10, 2025
img
ছাত্র-জনতার আন্দোলনকে বিতর্কিত করার প্রচেষ্টা চলছে : হাসনাত আব্দুল্লাহ May 10, 2025
img
সিলেটকে জালালাবাদ প্রদেশ করার দাবি! May 10, 2025
img
পারমাণবিক সংস্থার বৈঠকের খবর অস্বীকার করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী May 10, 2025
img
কড়া রোদেও চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে জনস্রোত May 10, 2025
img
ভারতের সঙ্গে সংলাপ চান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী May 10, 2025
img
‘পাকিস্তানে পারমাণবিক অস্ত্রের বিষয়ে বৈঠক হয়নি’ May 10, 2025
img
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ১৯ দিন May 10, 2025
img
মনে হয়েছিল নিজের চামড়া মোটা করে নিতে হবে : সোনালি বেন্দ্রে May 10, 2025