মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের ফোনালাপ

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান ক্ষেপণাস্ত্র হামলার পাল্টাপাল্টির প্রেক্ষাপটে শুক্রবার (১০ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে কার্যকর উদ্যোগ নিতে পাকিস্তানের সেনাপ্রধানকে আহ্বান জানিয়েছেন রুবিও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, পাকিস্তান শনিবার ভোরে ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের উত্তরাঞ্চলে অবস্থিত একাধিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, যার মধ্যে একটি ক্ষেপণাস্ত্র মজুদ কেন্দ্রও রয়েছে।

আরএ/এসএন

Share this news on: