ভারতের সীমান্ত এলাকায় নিহত ২২, ঘরছাড়া হাজারো মানুষ
মোজো ডেস্ক 01:45PM, May 10, 2025
ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের চালানো হামলাকে "সরাসরি আগ্রাসন" হিসেবে চিহ্নিত করেছে। সীমান্তবর্তী এলাকায় ড্রোন ও গোলাবারুদ ব্যবহার করে চালানো এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন, বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা।
আলজাজিরার নয়া দিল্লি প্রতিনিধি উম্মে কুলসুম শরীফ জানিয়েছেন, ভারতীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী, পাকিস্তানের পাঠানো ড্রোন শনাক্ত করে সফলভাবে ধ্বংস করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এটিকে "প্রাথমিক প্রতিক্রিয়া" বলা হলেও সীমান্ত জুড়ে ভারী গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ এখনো শোনা যাচ্ছে। পুরো পরিস্থিতি নিয়ে শিগগিরই বিস্তারিত বিবৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা।
এদিকে, প্রাণহানির পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাজার হাজার মানুষকে ইতোমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে অনেকেই নিজেদের ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে শঙ্কিত ও আতঙ্কিত।
বিশ্লেষকরা বলছেন, এই হামলা ভারত-পাকিস্তান উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে, যেখানে সামরিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে বড় পরিসরে।