নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইমো রাজ্যে সন্ত্রাসীদের গুলিতে অন্তত ৩০ জন যাত্রী নিহত হয়েছেন, জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শুক্রবার (৯ মে) এক পোস্টে তারা জানায়, এ হামলা সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘ইন্ডিজেনাস পিপল অব বিয়াফ্রা (আইপিওবি)’ চালিয়েছে।
হামলার সময় প্রায় ২০টিরও বেশি গাড়ি ও ট্রাকে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। স্থানীয় সময় ভোর ৪টায় তিনটি দলে বিভক্ত হয়ে একটি মহাসড়ক অবরোধ করে তারা এলোপাতাড়ি গুলি চালায়, বলে জানিয়েছে ইমো রাজ্য পুলিশ। যদিও পুলিশ মুখপাত্র হেনরি ওকোয়ে নিহতের নির্দিষ্ট সংখ্যা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন, তবে পাল্টা অভিযানে একজন হামলাকারী নিহত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
ঘটনার পরপরই পুলিশ বিস্তৃত ঘিরে ফেলার ও চিরুনি অভিযান শুরু করেছে। আশপাশের বন ও গ্রামগুলোতে সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
দক্ষিণ-পূর্ব নাইজেরিয়া দীর্ঘদিন ধরেই সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমে জর্জরিত। এই হামলা নতুন করে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ ঘটনার দ্রুত তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।