কুষ্টিয়ার কুমারখালীর যুবক সাগর হোসেন। ছিল মোটরসাইকেলের ব্যবসা। ভালোই চলছিল তার জীবনযাপন। কিন্তু অনলাইন জুয়ায় আসক্ত হয়ে সর্বস্বান্ত হয়েছেন এ যুবক। হারিয়েছেন নিজের ব্যবসা। বিক্রি করেছেন বসতভিটাও। সবকিছু হারিয়ে দুধ দিয়ে গোসল করে জুয়া না খেলার ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজারে দুধ দিয়ে গোসল করেন সাগর। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সাগর খালি গায়ে প্যান্ট পরিধান করে রেখেছেন। এমতাবস্থায় বেশ কয়েকজন তার শরীরে দুধ ঢেলে দিচ্ছেন। এ সময় তিনি বলেন, ‘ভবিষ্যতে আর জুয়া খেলব না। আমাকে দেখে আর কেউ বিপথে যেন না যায়।’
সাগর বলেন, ‘অনেকদিন ধরে আমি অনলাইন জুয়ায় আসক্ত। ক্যাসিনোতে আমার ৪৫ লাখ টাকা চলে গেছে। এ অনলাইন জুয়ার নেশায় পরে আমি নিঃস্ব। আমার মোটরসাইকেলের একটি শোরুম ছিল সেখান থেকে নিয়েছি ২০ লাখ টাকা। বসতবাড়ি বিক্রি করে নিয়েছি ২৫ লাখ টাকা। মোট ৪৫ লাখ টাকা এ জুয়া খেলে হেরেছি। তাই আজ থেকে প্রতিজ্ঞা করলাম জীবন ধ্বংসকারী অনলাইন জুয়া (ক্যাসিনো), তাশ ও লুডু আর কখনও খেলব না।’
এসএন