পিএসএল থেকে ফিরে রিশাদের অভিজ্ঞতা

পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনার কারণে ২০২৫ সালের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হওয়ার পর অবশেষে নিরাপদে দুবাইয়ে পৌঁছান বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। তার সঙ্গে ছিলেন অন্যান্য বিদেশি ক্রিকেটাররাও।

রিশাদ সেখানে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা নিরাপদে দুবাই পৌঁছেছি। পাকিস্তানে যে পরিস্থিতির মধ্যে ছিলাম, সেটা সত্যিই অনেক উদ্বেগজনক ছিল।’ তিনি জানান, তাদের উড্ডয়নের ২০ মিনিট পরই পাকিস্তানের এক বিমানবন্দরে মিসাইল হামলার খবর পান, যা আরও আতঙ্ক ছড়ায়।

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলা রিশাদ আরও জানান, পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়া বাংলাদেশের নাহিদ রানাও মানসিকভাবে বেশ চাপে ছিলেন। ‘ও খুব চুপচাপ ছিল। আমি চেষ্টা করেছি ওকে স্বাভাবিক রাখতে,’ বলেন তিনি।

রিশাদ জানান, ইংল্যান্ডের টম কারান পরিস্থিতি শুনে বিমানবন্দরে ভেঙে পড়েন। ‘কারান শিশুদের মতো কাঁদছিল, ওকে সামলাতে কয়েকজন এগিয়ে আসে,’ জানান রিশাদ।

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল রিশাদকে দুবাইতে বলেন, ‘এই ধরনের পরিস্থিতিতে আমি আর পাকিস্তানে যাব না।’

বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি নিয়ে পিসিবি একটি সভা ডাকে, যেখানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি টুর্নামেন্ট করাচিতে সরিয়ে নেয়ার প্রস্তাব দেন। কিন্তু বেশিরভাগ বিদেশি ক্রিকেটার নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে তাতে রাজি হননি।

রিশাদ বলেন, ‘পরে আমরা জানতে পারি করাচিতেও আগের দিন ড্রোন হামলা হয়েছিল। সেখান থেকে দুবাইতে নিয়ে আসতে সহযোগিতার জন্য পিসিবিকে ধন্যবাদ জানাই।’

পিএসএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের জন্য দুবাই থেকে নিজ নিজ দেশে ফেরার ব্যবস্থাও করা হয়েছে। রিশাদ জানান, পরিবারের উদ্বেগের মধ্যেও তারা এখন কিছুটা স্বস্তিতে আছেন।

আরআর 

Share this news on:

সর্বশেষ

img
আমরা কোনও প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না: প্রেস সচিব May 11, 2025
img
ইতিহাসের পাতায় ১১ মে: ঘটনাবহুল এক দিন May 11, 2025
img
‘মদে ভেজানো রসগোল্লা আমার পছন্দ’, অজয়ের সুরা ব্যবসা ঘিরে চমক May 11, 2025
img
যে উপায়ে ডায়াবেটিস রোগীরাও আম খেতে পারবেন May 11, 2025
আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন এলেই আনন্দ মিছিল, মধ্যরাতে হাসনাতের ঝাঁঝালো ভাষণ May 11, 2025
img
ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ May 11, 2025
দেশে ফিরে পাক যুদ্ধের যে অভিজ্ঞতা শোনালেন রিশাদ May 11, 2025
img
হজের আগে একজন মুমিনের করণীয় কী May 11, 2025
img
যুক্তরাষ্ট্র-চীনকে ধন্যবাদ, ‘ঐতিহাসিক বিজয়’ দাবি শেহবাজ শরিফের May 11, 2025
img
যুদ্ধবিরতির পর ভারতের অমৃতসরে লাল সংকেত জারি May 11, 2025