ইতিহাসের পাতায় ১১ মে: ঘটনাবহুল এক দিন

সময় চলে তার নিজের ছন্দে, আর সেই পথ ধরেই এগিয়ে যায় মানবসভ্যতা। নানা ঘটনা-দুর্ঘটনা, মনীষী ও মহামানবের জন্ম-মৃত্যু মিলে ধীরে ধীরে গড়ে ওঠে ইতিহাস। প্রতিটি দিন বয়ে আনে নতুন অভিজ্ঞতা, খুলে দেয় অজানা দিগন্তের দুয়ার। পেছনে ফিরে তাকালে দেখা যায়—আজকের এই দিনটিতেই ঘটেছে অনেক স্মরণীয় ঘটনা, জন্মেছেন বা বিদায় নিয়েছেন ইতিহাস গড়া মানুষরা। তাই প্রতিটি দিনের ইতিহাসই আমাদের কাছে হয়ে ওঠে গুরুত্ববাহী ও তাৎপর্যপূর্ণ।

আজ রোববার, ১১ মে ২০২৫। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

৩৩০ - কনস্টান্টিনোপল রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হয়।
৯১২ - আলেকজান্ডার বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন।
১৭৪৫ - অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও হল্যান্ডের মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ফরাসি বাহিনী জয়যুক্ত হয়।
১৮৫৭ - সিপাহী বিদ্রোহ: সৈনিকরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লি অধিকার করে নেয়।
১৮৬৭ - লুক্সেমবার্গ স্বাধীনতা অর্জন করে।
১৯৩৫ - জার্মানির বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং এর মাধ্যমে প্রথমবারের মতো পৃথিবীতে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।
১৯৪০ - জার্মান বাহিনীর আগ্রাসনের শিকার বেলজিয়ামকে রক্ষা করার জন্য ব্রিটিশ ও ফরাসি সেনাদের যৌথ বাহিনী বেলজিয়ামে প্রবেশ করে।
১৯৪৯ - ইসরায়েল জাতিসংঘে যোগ দেয়।
১৯৭২ - কলকাতায় রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
           বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মেক্সিকো।
১৯৮৫ - কোরআন দিবস: কোরআনের মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে আটজন নিহত।
১৯৯৪ - ফিলিস্তিনি পুলিশ গাজায় এলে ২৭ বছরের ইজরায়েলি দখলদারির অবসান ঘটে।
১৯৯৭ - দাবাখেলুড়ে কম্পিউটার ডিপ ব্লু প্রথমবারের মতো বিশ্বজয়ী দাবাড়ু হিসেবে গ্যারি কাসপারভকে পরাজিত করে।
১৯৯৮ - ভারত সরকার দেশটির মরুরাজ্য রাজস্থানের ভূগর্ভে ৩টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।
২০১৬ - বাংলদেশের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০১৮ - বাংলাদেশ সরকার তাদের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ১১ মে ২০১৮ ইডিটি, বাংলাদেশ মান সময় ১২ মে ভোর ০২:১৪ তে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করে ।
২০১৮ - আয়ারল্যান্ড ক্রিকেট দল তাদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে । তবে প্রথম দিন মেঘে ভেসে যাওয়ায় কোনো খেলা এদিন গড়ায়নি।

জন্ম:

১৮৫৪ - জ্যাক ব্ল্যাকহাম, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৮৯০ - বসন্তকুমার চট্টোপাধ্যায়, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় অডিটর জেনারেল।
১৮৯২ - মার্গারেট রাদারফোর্ড, ইংরেজ অভিনেত্রী।
১৯০৪ - সালভাদর দালি, স্পেনীয় চিত্রকর।
১৯১২ - সাদত হাসান মান্টো, ভারতীয় বংশোদ্ভূত পাকিস্তানি লেখক এবং চিত্রনাট্যকার।
১৯১৬ - কামিলো হোসে সেলা, এস্‌পানিয়ার ঔপন্যাসিক, ছোট গল্পকার ও প্রাবন্ধিক, নোবেল বিজয়ী।
          বাঙালি চিত্রশিল্পী নীরদ মজুমদার।
১৯১৮ - রিচার্ড ফাইনম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী, নোবেল বিজয়ী।
১৯২১ - অজিত চট্টোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি হাস্যকৌতুক অভিনেতা।
১৯২৪ - অ্যান্টনি হিউইশ, ব্রিটিশ রেডিও জ্যোতির্বিজ্ঞানী, নোবেল বিজয়ী।
১৯৩০ - এড্সগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী।
১৯৪১ - ইয়ান রেডপাথ, অস্ট্রলীয় ক্রিকেটার।
১৯৪৪ - জন বেনো, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৬৭ - সু গার্ডনার, উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।
১৯৭৩ - জেমস হ্যাভেন, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।
১৯৭৭ - ববি রুড, কানাডিয়ান পেশাদার কুস্তিগীর।
১৯৭৮ - লিতিসিয়া কাস্তা, ফরাসি মডেল এবং অভিনেত্রী।
১৯৮৪ - আন্দ্রেস ইনিয়েস্তা, স্পেনীয় ফুটবলার।
১৯৮৬ - আবু দিয়াবি, ফরাসি ফুটবলার।
১৯৯২ - থিবো কোর্তোয়া, বেলজিয়ামের ফুটবলার।
১৯৯২ - পাবলো সারাবিয়া, স্প্যানিশ ফুটবলার।
১৯৯৯ - কেইটলিন দিয়াস, মার্কিন অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী।

মৃত্যু:

১৯১৫ - ভাই বালমুকুন্দ, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
১৯১৫ - বসন্তকুমার বিশ্বাস, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।
১৯১৬ - কার্ল শোয়ার্জশিল্ড, জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী।
১৯২৭ - হুয়ান গ্রিস, স্প্যানিশ চিত্রশিল্পী ও ভাস্কর।
১৯৫৫ - গিলবার্ট জেসপ, ইংলিশ ক্রিকেটার।
১৯৫৯ - বিংশ শতকের প্রথমার্ধের বিশিষ্ট কবি বসন্তকুমার চট্টোপাধ্যায়।
১৯৬৩ - হারবার্ট এস. গ্যাসার, মার্কিন শারীরতত্ত্ববিদ।
১৯৬৫ - মাখনলাল সেন অনুশীলন সমিতির সদস্য, বিপ্লবী, সাংবাদিক ও সম্পাদক।
১৯৮১ - বব মার্লে, জামাইকান রেগে শিল্পী, গিটার বাদক ও গীতিকার।
১৯৮৫ - কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিষ্টধর্মপ্রচারক।
১৯৮৮ - কিম ফিলবি, ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা এবং সোভিয়েত ইউনিয়ন এর জন্য ডাবল এজেন্ট।
১৯৯৯ - একবাল আহমাদ, পাকিস্তানি লেখক, সাংবাদিক, ও যুদ্ধবিরোধী কর্মী।
২০০১ - ডগলাস অ্যাডামস, ইংরেজ লেখক, চিত্রনাট্যকার, প্রবন্ধকার, কৌতুকপূর্ণ কাহিনী-রচয়িতা, ব্যঙ্গরচয়িতা এবং নাট্যকার।
২০০৩ - আর্নি তোশ্যাক, অস্ট্রেলীয় ক্রিকেটার।
২০০৪ - আল্ফ ভ্যালেন্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
২০১৬- টনি কোজিয়ার, বার্বাডীয় ক্রিকেট সাংবাদিক, লেখক ও রেডিও ধারাভাষ্যকার।
         মতিউর রহমান নিজামী, বাংলদেশের শীর্ষ যুদ্ধাপরাধী।
২০২১ - ঈশা মহম্মদ, খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রকর ও শিল্পী।

ছুটি ও অন্যান্য:

কোরআন দিবস - বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস।

আরএম/এসএন 


Share this news on:

সর্বশেষ

img
সীমানা নির্ধারণে আদালতের রায় মেনে চলবে ইসি Sep 18, 2025
img
বাগেরহাটের চারটি আসন পুনর্বহালে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা Sep 18, 2025
img
সততার জন্য বাংলাদেশি তরুণকে পুরস্কৃত করল দুবাই পুলিশ Sep 18, 2025
img
দুর্নীতি দূর না হলে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন হবে না : বদিউল আলম Sep 18, 2025
img
অ্যানফিল্ডে দর্শক বিতর্কে লাল কার্ড পেলেন কোচ সিমিওনে Sep 18, 2025
img
আমার কাছে মাঝে মধ্যে মনে হয়, সরকার আছে নাকি নেই : রাশেদ খান Sep 18, 2025
img
৭ কলেজ ইস্যুতে ফের আন্দোলনে শিক্ষার্থীরা Sep 18, 2025
img
দেশের মিডিয়া এখনও নিয়ন্ত্রিত : নাহিদ ইসলাম Sep 18, 2025
img
আমাকে আয়নাঘরে রাখা হয়েছিল: নাহিদ ইসলাম Sep 18, 2025
img
ইভ্যালির রাসেল ও শামীমার ৩ বছরের কারাদণ্ড Sep 18, 2025
img
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি Sep 18, 2025
img
ঢাকায় ফ্রান্স চালু করল অত্যাধুনিক ভিসা সেবা কেন্দ্র Sep 18, 2025
img
বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর অচল : নিলোফার মনি Sep 18, 2025
img
চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল Sep 18, 2025
img
ফিরেছে নেহাল, স্কোয়াডে নেই আরিফিন Sep 18, 2025
img
সৌদির নিরাপত্তায় যুক্তরাষ্ট্র নয়, প্রধান সঙ্গী এখন পাকিস্তান Sep 18, 2025
img
দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগের গোপন মিশন : রনি Sep 18, 2025
img
পাকিস্তান-সৌদি চুক্তি নিয়ে ভারতের বার্তা Sep 18, 2025
img
কলকাতার বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশি ইলিশ Sep 18, 2025
img
কথা রাখলেন যোগী আদিত্যনাথ, দিশার বাড়িতে হামলাকারী ২ জন নিহত Sep 18, 2025