স্থায়ী শান্তি আলোচনায় বসতে ইউক্রেনকে আমন্ত্রণ জানালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে ১৫ মে একটি ‘সরাসরি ও নিরপেক্ষ’ শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। রোববার (১১ মে) ভোররাতে ক্রেমলিন থেকে দেয়া এক ভাষণে পুতিন বলেন, ‘এই আলোচনা হবে দীর্ঘস্থায়ী, বাস্তব শান্তির দিকে এগোনোর প্রথম ধাপ।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যার্জ এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের কিয়েভ সফরের কয়েক ঘণ্টা পরেই পুতিনের এই প্রস্তাব আসলো।

যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার স্থান হিসেবে তুরস্কের ইস্তাম্বুল শহরকে বেছে নিয়েছেন পুতিন।

২০২২ সালে শেষবার দুই দেশ ইস্তাম্বুলেই মুখোমুখি হয়েছিল। পুতিন জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে রোববার বৈঠকের বিষয়ে কথা বলবেন।

ইউক্রেন সরকার এখনো আনুষ্ঠানিকভাবে পুতিনের স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার প্রস্তাবে সাড়া দেয়নি। এদিকে, কিয়েভ সফর শেষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ইউরোপীয় চার নেতা রাশিয়ার প্রতি ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি জানান।

ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র মিলে এই দাবিকে ‘তাৎক্ষণিক ও বাধ্যতামূলক’ বলে উল্লেখ করেন। চার ইউরোপীয় নেতা যৌথ সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া যদি যুদ্ধবিরতি নিয়ে অগ্রসর না হয়, তবে তাদের জ্বালানি ও ব্যাংক খাতে নতুন এবং ব্যাপক নিষেধাজ্ঞা দেওয়া হবে।

তারা আরও জানান, এই প্রস্তাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা হয়েছে এবং তিনি এর ‘সম্পূর্ণ সমর্থন’ জানিয়েছেন।

অন্যদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ‘আমরা ভাবছি। তবে আমাদের ওপর চাপ প্রয়োগ করে কিছু আদায় করা যাবে না।’ এছাড়া ইউরোপীয় নেতাদের বক্তব্য সহযোগিতামূলক নয়, বরং উত্তেজনাপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

রাশিয়া সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিপক্ষে বিজয় উপলক্ষ্যে তিনদিনের একপাক্ষিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। তবে উভয় পক্ষই এই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।

ইউক্রেনের দাবি, ওই সময় রাশিয়া ৭৩০টিরও বেশি বার হামলা চালিয়েছে, অন্যদিকে রাশিয়া দাবি করেছে এই তিন দিনে ইউক্রেন ৪৮৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

আরএম/এসএন 



Share this news on:

সর্বশেষ

img
'বোতল ছুঁড়ে মারার পরপরই কেন ব্যবস্থা নেওয়া হয়নি?' : প্রশ্ন উমামা ফাতেমার May 15, 2025
img
তারা আমার উপর হামলা করেনি: উপদেষ্টা মাহফুজ আলম May 15, 2025
img
পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল মিশা সওদাগরের, অবশেষে অস্ত্রোপচার সম্পন্ন May 15, 2025
কী উপলক্ষে আ.লীগ কার্যালয়ে বিরিয়ানি খাচ্ছেন, তা নিজেরাও জানেন না! May 15, 2025
নার্সিং শিক্ষার্থীদের আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার চেষ্টা May 15, 2025
img
মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপে হতাশা প্রকাশ উপদেষ্টা আসিফের May 15, 2025
img
দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না জবি শিক্ষার্থীরা May 15, 2025
img
ধারণার চেয়ে অনেক দ্রুত ‘মরে যাচ্ছে’ মহাবিশ্ব? May 15, 2025
img
৩ শতাংশ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট May 15, 2025
img
এস্পানিওল ম্যাচে খেলতে প্রস্তুত লেভানদোভস্কি May 15, 2025