মোদিকে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ চালুর আহ্বান জানিয়েছিলেন জেডি ভ্যান্স

ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সরাসরি ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরিস্থিতি নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে সিএনএনকে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। খবর জিও নিউজের।

শুক্রবার সকালের দিকে দুই দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কাজনক গোয়েন্দা তথ্য পাওয়ার পর মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। এই তালিকায় ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউজের চিফ অব স্টাফ স্যুজি ওয়াইলস।

সংবেদনশীলতার কারণে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সেই গোয়েন্দা তথ্যের বিস্তারিত প্রকাশ না করলেও তারা নিশ্চিত করেছেন, এই তথ্যের ভিত্তিতেই ওয়াশিংটন দ্রুত কূটনৈতিক তৎপরতা শুরু করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করার পরই ভ্যান্স ফোন করেন প্রধানমন্ত্রী মোদিকে।

ওই ফোনালাপে ভ্যান্স জানান, পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে বলে ওয়াশিংটনের আশঙ্কা রয়েছে। তিনি মোদিকে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ চালুর আহ্বান জানান। মার্কিন প্রশাসনের মতে, তখন ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো কার্যকর যোগাযোগ ছিল না এবং পাকিস্তান একটি নিরসনের পথ বিবেচনা করতে প্রস্তুত ছিল।

ভ্যান্সের ফোনালাপের পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে রাতভর যোগাযোগ চালিয়ে যান। যদিও যুক্তরাষ্ট্র কোনো সমঝোতা খসড়া তৈরিতে যুক্ত ছিল না, তবে তাদের প্রধান ভূমিকা ছিল দুই পক্ষকে আলোচনায় বসাতে সহায়তা করা।

অবশেষে শনিবার ভারত ও পাকিস্তান একযোগে ঘোষণা করে তারা সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই ঘোষণা সবচেয়ে আগে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই, যিনি তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতের আলোচনার পর আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, ভারত ও পাকিস্তান একটি সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুই দেশকেই শুভেচ্ছা জানাই সাধারণ বুদ্ধি ও মহান বিচক্ষণতা প্রদর্শনের জন্য।’

এই ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ইসলামাবাদ ও নয়াদিল্লির কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন।

আরএম/এসএন 


Share this news on:

সর্বশেষ

img
মধ্যরাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে May 14, 2025
img
আ. লীগকে স্বাভাবিক ভাবে মরতে দিলে মানুষ ফিরেও তাকাতো না: রুমিন ফারহানা May 14, 2025
img
বাসে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু ১৬ মে May 14, 2025
img
জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল May 14, 2025
img
শান্তিরক্ষা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান May 14, 2025
img
রণবীরকে বয়কটের ‘সাহস নেই’মন্তব্য বিবেক অগ্নিহোত্রীর May 14, 2025
img
আইপিএলে দল পেলেও মুস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা, যা বলছে বিসিবি May 14, 2025
img
এলো ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫-এর ফার্স্ট লুক May 14, 2025
img
প্রক্রিয়াজাত খাবারে অতিরিক্ত লবণ : বছরে ২৫ হাজার মানুষের প্রাণহানি May 14, 2025
img
‘প্রয়োজনে কালী রূপ নেব’ প্রীতির কড়া বার্তা May 14, 2025